জ্বলছে সন্দেশখালি, কী বার্তা সাংসদ নুসরতের?

কলকাতা: বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় ছিনিয়ে দিল্লির টিকিট নিশ্চিত করেছেন সাংসদ নুসরত জাহান৷ লোকসভা ভোটের ফল প্রকাশের ৩ সপ্তাহ কাটতে না কাটতেই রাজনৈতিক হিংসায় জ্বলছে সাংসদ নুসরতের নির্বাচনী কেন্দ্র সন্দেশখালি৷ রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় তিনটি মৃত্যু দেশের রাজনীতির ময়দান কাঁপিয়ে তুললেও ঘটনাস্থলে গেলেনই না তৃণমূল সাংসদ৷ বার্তা পাঠিয়ে কোনোক্রমে সমালোচনা এড়িয়ে শান্তির বার্তা নুসরতের৷

জ্বলছে সন্দেশখালি, কী বার্তা সাংসদ নুসরতের?

কলকাতা: বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় ছিনিয়ে দিল্লির টিকিট নিশ্চিত করেছেন সাংসদ নুসরত জাহান৷ লোকসভা ভোটের ফল প্রকাশের ৩ সপ্তাহ কাটতে না কাটতেই রাজনৈতিক হিংসায় জ্বলছে সাংসদ নুসরতের নির্বাচনী কেন্দ্র সন্দেশখালি৷ রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় তিনটি মৃত্যু দেশের রাজনীতির ময়দান কাঁপিয়ে তুললেও ঘটনাস্থলে গেলেনই না তৃণমূল সাংসদ৷ বার্তা পাঠিয়ে কোনোক্রমে সমালোচনা এড়িয়ে শান্তির বার্তা নুসরতের৷

একটি বার্তায় নুসরত লেখেন, ‘আমাদদের প্রত্যেকেরই এখন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে৷ যে দলেরই সদস্য হোন না কেন, এর মধ্যে কোনও সাম্প্রদায়িক বিষয় টেনে আনবেন না যাঁরা এই ঘটনায় নিহত হয়েছেন তাঁদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি৷’’

রবিবার সন্দেশখালির ন্যাজাটেরের ভাঙারহাট গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এখনও বেশ কয়েকজন নিখোঁজ বলে অভিযোগ বিজেপির৷ আতঙ্কে বহু মানুষ ঘরছাড়া৷ এই অবস্থায় নিজের বিবৃতি জারি করেন এলাকার সাংসদ নুসরত৷ নুসরত লেখেন, ‘‘মানবতা সবার আগে৷ বসিরহাট একটি সংবেদনশীল এলাকা ও মানুষ যাতে ওখানে নিরাপদে থাকতে পারেন, তা আমাদের নিশ্চিত করতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =