‘কীর্তিমান’ সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়? যত কাণ্ড তাঁর আমলেই?

Sandeep Ghosh RG Kar corruption allegation আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলেই কি একের পর এক দুর্নীতি হয়েছে হাসপাতালে? তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন-কাণ্ডের পরেই…

RG Kar Hospital financial corruption. Sandip's Laptop seized as evidence Laptop seized as evidence

Sandeep Ghosh RG Kar corruption allegation

আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলেই কি একের পর এক দুর্নীতি হয়েছে হাসপাতালে? তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন-কাণ্ডের পরেই সন্দীপের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। নানা মহল থেকে চাপ আসার পর তিনি আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। এরপর টানা ৬ দিন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে। এই পরিস্থিতিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। যে সমস্ত ঘটনায় তদন্তের জন্য ‘সিট’ গঠন করেছে নবান্ন। (Sandeep Ghosh RG Kar corruption allegation)

Sandeep Ghosh corruption allegation at RG Kar

অভিযোগ কোভিডের সময় সরকারি তহবিলের টাকা থেকে কেনা হয়েছিল বিলাসবহুল আসবাবপত্র। শুধু তাই নয়, সেই সময় সরকারি টাকায় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রচুর মূল্যবান যন্ত্রপাতি কেনা হয়েছিল, যা পাচার করা হয়েছিল নার্সিংহোমে। সন্দীপ বেআইনিভাবে টেন্ডার ডেকেছিলেন বলেও অভিযোগ। এই সমস্ত অভিযোগ হাতে পাওয়ার পরই সন্দীপের পাশাপাশি একাধিক স্বাস্থ্যকর্তা পুলিশে স্ক্যানারে উঠে এসেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি যত দুর্নীতি ও অনিয়ম ঘটেছিল সন্দীপ যখন আরজি করেন অধ্যক্ষ ছিলেন সেই সময়েই? এই সমস্ত অভিযোগ যথারীতি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

CBI investigation

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য ভবন ও কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই ফুড স্টল, কাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্স তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়েছিল। একাধিক ব্যবসায়ীকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল। তাঁরা কয়েক কোটি টাকার বরাত পেয়েছিলেন। অর্থ দফতরের অফিসারদের কিছু না জানিয়েই সেই বরাত দেওয়া হয় বলে অভিযোগ।

RG Kar Medical College

কলকাতা পুরসভার বদলে আরজিকর হাসপাতালের একাধিক কর্তা সন্দীপের মদতে কার পার্কিংয়ের টাকা তুলতেন বলেও অভিযোগ। দুর্নীতি হয়েছিল চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের ক্ষেত্রেও। ভেন্ডারদের কাছ থেকেও ১০-২০ শতাংশ পর্যন্ত টাকা নেওয়া হতো বলে অভিযোগ। এমনকী ভেন্ডারদের সাহায্যে এক স্বাস্থ্যকর্তার বাগানবাড়ি সাজানো হয়েছিল। এছাড়া সরকারি টাকায় কেন বহু যন্ত্রপাতি একটি নার্সিংহোমে পাঠানো হয়েছিল, যার আসল মালিক এক স্বাস্থ্যকর্তা।

RG Kar Medical College corruption allegation

এর আগে আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন সন্দীপের বিরুদ্ধে। তাঁর অভিযোগ আরজিকর হাসপাতালের বেওয়ারিশ লাশ চড়া দামে বিক্রি করতেন তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এছাড়া হাসপাতালের চিকিৎসা বর্জ্য বাইরে বিক্রি করতেন সন্দীপ, এমনটাই অভিযোগ করেছেন আখতার।

Illegal tenders in health sector

সবমিলিয়ে বেশ বিপাকে পড়েছেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে যে কলকাতা পুলিশ এভাবে তদন্ত শুরু করবে সেটা ক’দিন আগেও ভাবতে পারেননি তিনি। আর জি কর হাসপাতালে কান পাতলেই শোনা যাবে কতটা প্রভাবশালী এই সন্দীপ। তাই আগামী দিনে পুলিশ তদন্ত করে এই সমস্ত অভিযোগের সত্যতা পায় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন-

কেন আর জি করের দায়িত্বে আধাসেনা? নিজেকে প্রশ্ন করুক কলকাতা পুলিশ

India Census 2024: অবশেষে সামনের মাসেই শুরু জনগণনা! জল্পনা তুঙ্গে

ফের দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন অভিষেক? কার্যত ছন্দহীন তৃণমূল!

ঘরে বাইরে প্রবল চাপে তৃণমূল! এসব সামলানো যাবে তো?

Politics: Sandeep Ghosh, former principal of RG Kar Medical College, faces multiple corruption allegations, including misuse of COVID-19 funds and illegal tenders. CBI investigation reveals shocking details of fraud during his tenure.