বাংলায় ওয়েইসি বিরাট সাহায্য করবেন, ঈশ্বর ওঁকে শক্তি দিন: বিজেপি সাংসদ

বাংলায় ওয়েইসি বিরাট সাহায্য করবেন, ঈশ্বর ওঁকে শক্তি দিন: বিজেপি সাংসদ

নয়াদিল্লি: বহুদিন ধরেই বিজেপির ‘বি টিম’ বলে আসাউদ্দিন ওয়েইসির মিমকে কটাক্ষ করে আসছে বিরোধীরা। মূলত বিহার বিধানসভা নির্বাচনের পর সেই কটাক্ষের ঝাঁজ আরও বেড়েছে। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি জানিয়ে দিয়েছিলেন যে তার দল লড়বে। এই পরিস্থিতিতে বিরোধীদের কটাক্ষকে যেন প্রমাণিত করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। তিনি একেবারেই খোলাখুলি জানিয়ে দিলেন, আসাউদ্দিন ওয়েইসি তাদের উত্তরপ্রদেশ এবং বাংলা জিততে সাহায্য করবেন! তার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ পর্যন্ত চেয়ে নিয়েছেন মহারাজ। 

আর কয়েক সপ্তাহ পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। সেখানে প্রত্যক্ষভাবে ভোটে লড়ার ঘোষণা করেছেন আসাউদ্দিন ওয়েইসি। শোনা যাচ্ছে আব্বাস সিদ্দিকীর সঙ্গে হাত মিলিয়ে সংখ্যালঘু মহাজোটের ডাক দেবেন তিনি। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভা আসনের প্রার্থী দেবে তারা। তৃণমূলসহ বিরোধীরা বারবার বলে আসছে যে পরোক্ষে বিজেপিকে সাহায্য করতেই এই পদক্ষেপ নিচ্ছে মিম। এবার বিজেপি সাংসদের কথায় সেই জল্পনায় কার্যত সত্যি হওয়ার মুখে। উন্নাওয়ের গেরুয়া সংসদ স্পষ্ট জানান, আসাউদ্দিন ওয়েইসির জন্য বিহারের বিজেপির খুব উপকার হয়েছে। এরপর উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও ওয়েইসি তাদের সাহায্য করবেন। এই প্রসঙ্গে ঈশ্বরের কাছ থেকে আসাউদ্দিন ওয়েইসির জন্য আশীর্বাদ এবং শক্তি চেয়ে নিয়েছেন সাক্ষী মহারাজ।

কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বঙ্গ সফরে এসে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন তিনি। ঘোষণা করেন জোট করে বাংলায় নির্বাচনে লড়বেন তারা। এরপর এই আরো বড় জল্পনা উস্কে দিয়েছেন আব্বাস সিদ্দিকি নিজে। জানিয়েছেন তিনি পৃথক রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন, নির্বাচন কমিশনের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও চলছে। এই প্রেক্ষিতে তিনি সংখ্যালঘু মহাজোটের ডাক দিয়েছেন। আব্বাসের কথায় আভাস মিলেছে, বাম এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে জোট প্রসঙ্গে আলোচনা হয়েছে তার। তাই আগামী বিধানসভা নির্বাচনে জোট হিসেবে লড়তে দেখা যেতে পারে তাদের। যদি সত্যিই এই জোট হয় তাহলে বাংলার প্রত্যেকটি বিধানসভা আসনের প্রার্থী দেবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *