‘সাধ্বী একজন দেশপ্রেমিক, নিষ্পাপ কন্যা’

নয়াদিল্লি: মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর এবারের বিজেপির প্রার্থী৷ ইতিমধ্যেই দু-দুবার বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের তরফে নোটিশ পেয়েছেন তিনি। এহেন সাধ্বীকে ভারতের ‘নিষ্পাপ কন্যা’ বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ কয়েক মাস আগে মধ্যপ্রদেশের নির্বাচনে পরাজিত হয় বিজেপি। সরকার করে কংগ্রেস। তার আগে টানা ১৫ বছর বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ৷ তিনি

‘সাধ্বী একজন দেশপ্রেমিক, নিষ্পাপ কন্যা’

নয়াদিল্লি: মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর এবারের বিজেপির প্রার্থী৷ ইতিমধ্যেই দু-দুবার বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের তরফে নোটিশ পেয়েছেন তিনি। এহেন সাধ্বীকে ভারতের ‘নিষ্পাপ কন্যা’ বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷

কয়েক মাস আগে মধ্যপ্রদেশের নির্বাচনে পরাজিত হয় বিজেপি। সরকার করে কংগ্রেস। তার আগে টানা ১৫ বছর বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ৷ তিনি বলেন, ‘‘ভোপালে বড় ব্যবধানে শান্তির জয় হবে বিজেপি। তিনি মনে করেন, ‘‘সাধ্বী ভারতের একজন দেশপ্রেমিক ও নিষ্পাপ কন্যা।’’ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা সাজানো।

২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে প্রায় ১০০ জন মানুষ আহত হয়েছিলেন৷ প্রাণ দিয়েছিল ছ’জনের। শিবরাজ বলেন, ‘‘আইনের অপপ্রয়োগ করে সাধ্বীকে অভিযুক্ত করা হয়েছিল। তাঁর উপর নেমে এসেছিল অমানবিক অত্যাচার। সেই অত্যাচার কতটা ভয়াবহ তা ভাবলেই শিউরে উঠতে হয়। আমার মনে হয় দ্বিগবিজয় সিং যেভাবে হিন্দু সন্ত্রাসের কথা বলতেন, সেই চিন্তা ভাবনা থেকেই এভাবে অভিযুক্ত করা হয়েছিল।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *