সব্যসাচীর পদ কাড়তে তোড়জোড় শুরু তৃণমূলে, কোন পথে রাজনীতি?

কলকাতা: অবশেষে সব্যসাচীর মেয়র পদ কাড়তে তোড়জোড় শুরু তৃণমূলে৷ পুরমন্ত্রীর ফিরহাদ হাকিমের নির্দেশে সব্যসাচী দত্তরের বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের৷ এক-তৃতীয়াংশ কাউন্সিলরের সমর্থন নিয়ে চেয়ারম্যানের কাছে কাছে মেয়রের কাছে অনাস্থা আনতে চলেছে তৃণমূল৷ দল নির্দেশ দিলেও এখনই মেয়র পদ ছাড়ছেন না সব্যসাচী দত্ত৷ সব্যসাচিও চান, ভোটাভুটি হোক৷ বিধাননগর পুরনিগমে সাংবাদিকে আগেই কথা

সব্যসাচীর পদ কাড়তে তোড়জোড় শুরু তৃণমূলে, কোন পথে রাজনীতি?

কলকাতা: অবশেষে সব্যসাচীর মেয়র পদ কাড়তে তোড়জোড় শুরু তৃণমূলে৷ পুরমন্ত্রীর  ফিরহাদ হাকিমের নির্দেশে সব্যসাচী দত্তরের বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের৷ এক-তৃতীয়াংশ কাউন্সিলরের সমর্থন নিয়ে চেয়ারম্যানের কাছে কাছে মেয়রের কাছে অনাস্থা আনতে চলেছে তৃণমূল৷

দল নির্দেশ দিলেও এখনই মেয়র পদ ছাড়ছেন না সব্যসাচী দত্ত৷ সব্যসাচিও চান, ভোটাভুটি হোক৷ বিধাননগর পুরনিগমে সাংবাদিকে আগেই কথা ঘোষণা করেছিলেন বিধাননগরের মেয়র৷ সব্যসাচীর এই ঘোষণার পরই অনাস্থা আনার পথে পা বাড়াল তৃণমূল নেতৃত্ব৷

আজ, সকালে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে পদত্যাগের নির্দেশ দেন ফিরহাদ হাকিম৷ সব্যসাচীকে ফোন করে পদত্যাগের নির্দেশ দেন দেওয়া হলেও সাংবাদিক বৈঠক করে অস্বীকার করেন মেয়র৷ ফলে তাঁর পদ ছাড়া নিয়ে তৈরি হয় জোর জল্পনা৷ তৃণমূলের তরফে অনাস্থা আনার খবর শুনে সব্যসাচী, ‘‘দেখতে থাকুন, আগে কী কী হয়৷’’

গতকাল ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে বসেছিলেন বিধাননগরের ৩৬জন কাউন্সিলর৷ সেখানে সব্যসাচীর বিষয়ে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন, তাতে আস্থা প্রকাশ করে মুচলেকা দিয়েছিলেন সবাই৷

বিধায়ক ও মেয়র সব্যসাচীকে নিয়ে তৃণমূলের বিতর্ক গত লোকসভা ভোটের আগে থেকেই মাথাচাড়া দিচ্ছিল৷ বিজেপির সঙ্গে তাঁর গোপন সম্পর্কের অভিযোগে সরব তৃণমূলের অন্দরের একাংশ৷ সব্যসাচীর আচরণেও সেই অভিযোগ বাড়তি মাত্রা পেয়েছিল৷ যদিও লোকসভা ভোটে বারাসত আসনের অন্তর্গত তাঁর বিধানসভা কেন্দ্র রাজারহাট-নিউটাউনে বড় ব্যবধানে এগিয়েছিল তৃণমূল৷ কিন্তু তাতেও বিতর্কে ইতি পড়েনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =