আজই ইস্তফা দিচ্ছেন সব্যসাচী? পা বাড়াবেন বিজেপিতে?

কলাকাত: দীর্ঘ জল্পনার পর অবশেষে ইস্তফা দিতে চলেছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ ইস্তফা দেওয়ার কাজ প্রায় শেষের পথে বলে সূত্রের খবর৷ আজ বিকেলেই সাংবাদিক বৈঠক ডেকে ইস্তফার ঘোষণা করতে চলেছে তিনি৷ আজই কলকাতা হাইকোর্টের তরফে অনস্থা ভোটের বৈধতা দেওয়া হয়৷ গত ৯ জুলাই বিধাননগর পুরসভাতে অনাস্থা আনেন তৃণমূলের ৩৫ জন কাউন্সিলর৷ ১৮ তারিখ অনাস্থা ভোটের

আজই ইস্তফা দিচ্ছেন সব্যসাচী? পা বাড়াবেন বিজেপিতে?

কলাকাত: দীর্ঘ জল্পনার পর অবশেষে ইস্তফা দিতে চলেছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ ইস্তফা দেওয়ার কাজ প্রায় শেষের পথে বলে সূত্রের খবর৷ আজ বিকেলেই সাংবাদিক বৈঠক ডেকে ইস্তফার ঘোষণা করতে চলেছে তিনি৷ আজই কলকাতা হাইকোর্টের তরফে অনস্থা ভোটের বৈধতা দেওয়া হয়৷

গত ৯ জুলাই বিধাননগর পুরসভাতে অনাস্থা আনেন তৃণমূলের ৩৫ জন কাউন্সিলর৷ ১৮ তারিখ অনাস্থা ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়৷ গত সপ্তাহেই পুরসভার কাউন্সিলরদের অনাস্থার চিঠিতে সই করেন বিধাননগরেরর মেয়র৷ এই নোটিস পাওয়ার পর মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর সটান হাইকোর্টে চলে যান সব্যসাচী৷ দায়ের করেন মামলা৷ মামলায় কলকাতা হাইকোর্টের তরফে আজ অর্থাৎ ১৮ তারিখ অনাস্থা ভোটের নোটিস খারিজ করে দু’দিনের মধ্যে ফের নতুন করে অনাস্থা আনতে নির্দেশ দেওয়া হয়৷ বুধবার কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশের পর এবার নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা মেয়র সব্যসাচীর৷ আর এই খবরে নতুন করে শুরু হয়েছে জল্পনা৷ তাহলে কি তিনি বিজেপিতে যাচ্ছেন?

এর আগেই অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিধাননগরের মেয়র তথা রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী৷ ৮৯ পৃষ্ঠার আবেদনে সব্যসাচী দাবি করেন, তাঁকে পদচ্যুত করতে ভয় দেখিয়ে কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাবে সই করানো হয়েছে৷ পুর কমিশনারের বিশেষ বৈঠক ডাকার নোটিসের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মেয়র সব্যসাচী৷ ওই নোটিসে কমিশনারের সই জাল করা হয়েছে বলেও অভিযোগ তাঁর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =