বিজেপিতে নাম লেখাতেই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সব্যসাচী

কলকাতা: কলকাতা: প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ভাইফোঁটার দিন কালীঘাটে গিয়ে মমতা বন্দোপাধ্যায়ের থেকে ফোঁটা নিয়েছেন৷ যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা তৈরি হয়েছে৷ গেরুয়া শিবিরের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ করে তাহলে কি এবার ঘরের ছেলে ঘরে ফিরছেন? বিজেপিতে শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়ের গুরুত্ব যে শুরু থেকে ছিল না, তা দিনের

বিজেপিতে নাম লেখাতেই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সব্যসাচী

কলকাতা: কলকাতা: প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ভাইফোঁটার দিন কালীঘাটে গিয়ে মমতা বন্দোপাধ্যায়ের থেকে ফোঁটা নিয়েছেন৷ যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা তৈরি হয়েছে৷ গেরুয়া শিবিরের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ করে তাহলে কি এবার ঘরের ছেলে ঘরে ফিরছেন? বিজেপিতে শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়ের গুরুত্ব যে শুরু থেকে ছিল না, তা দিনের আলোর মতো স্পষ্ট৷ তবে, কলকাতার প্রাক্তন মেয়র বিজেপিতে গুরুত্বহীন হয়ে পড়লেও, গুরুত্ব বাড়ল বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের৷

বিজেপিতে নাম লেখানোর কয়েক মাসের মধ্যেই বড়সড় পুরস্কার পেলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের মতো এবার কেন্দ্রীয় নিরাপত্তার আওতায় এলেন সব্যসাচী৷ জনা গিয়েছে, ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পাবেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লাখানো সব্যসাচী দত্ত৷ চলতি মাসের ১ তারিখ বিজেপিতে যোগ দেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত৷ তাঁর নিরাপত্তায় থাকা রক্ষীদের তুলে নেয় রজ্য সরকার৷

বিজেপিতে নাম লেখাতেই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সব্যসাচী

প্রায় এক মাস নিরাপত্তারক্ষী ছাড়া থাকেন তিনি৷ অবশেষে আজ বিজেপি নেতা সব্যসাচী দত্তের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই মর্মে জারি হয়েছে নির্দেশ৷ সিআইএসএফ জওয়ান নিয়োগ করা হয়েছে সব্যসাচীর নিরাপত্তার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =