বিজেপিতে যাচ্ছেন সব্যসাচী? জবাব দিলেন নিজেই

লকাতা: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর ‘পরম বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ বুধবার দিল্লিতে দু’জনে বিজেপির সদর দপ্তরে গেরুয়া পতাকা হাতে নিলেন৷ বুধবার দুপুরে সংবাদ সংস্থা এএনআই সূত্রে আরও একটি খবর প্রকাশ করা হয়৷ জানানো হয়, বিজেপি যোগ দিতে পারেন তৃণমূলের দুই মেয়র৷ শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপি যোগ দিতে পারেন

b117824545b0ed20d131baf6f752e708

বিজেপিতে যাচ্ছেন সব্যসাচী? জবাব দিলেন নিজেই

লকাতা: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর ‘পরম বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ বুধবার দিল্লিতে দু’জনে বিজেপির সদর দপ্তরে গেরুয়া পতাকা হাতে নিলেন৷ বুধবার দুপুরে সংবাদ সংস্থা এএনআই সূত্রে আরও একটি খবর প্রকাশ করা হয়৷ জানানো হয়, বিজেপি যোগ দিতে পারেন তৃণমূলের দুই মেয়র৷ শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপি যোগ দিতে পারেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ কিন্তু, না৷ সমস্ত জল্পনা উড়িয়ে দল বদলের জল্পনা ওড়ালেন খোদ সব্যসাচী৷

এদিন দুপুরের ইতিমধ্যেই সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, শোভন, বৈশাখীর সঙ্গে বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের আর এক বড় নেতা৷ দল বদল করছেন বিধান নগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷

সংবাদ সংস্থার খবর ঘিরে বাংলার রাজনীতিতে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷ পরে জানা যায়, সব্যসাচী বাবু কলকাতাতেই রয়েছেন৷ দিল্লি যাননি৷ সংবাদমাধ্যমে সব্যসাচী জানান, আমি কলকাতাতে আছি৷ দিল্লি যাইনি৷ দলবদলের প্রশ্নই ওঠে না৷

গত ১৮ জুলাই ইস্তফা দিয়েছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ এর পরই বিজেপিতে যাওয়ার সম্ভবনা তৈরি হয় জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *