শিলিগুড়ি: শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। আজ প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে দেশের ২০ রাজ্যের ৯১টি লোকসভা কেন্দ্রে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। কোচবিহার ও আলিপুরদুয়ার রাজ্যের এই দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই রাজ্যের এই দু’টি কেন্দ্রের বুথগুলিতে ভোটারদের লম্বা লাইন। এরই মধ্যে অবশ্য দিনহাটার নয়ারহাটের আবুতারায় বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
দিনহাটার ভেটগুড়ি উচ্চ বিদ্যালয়ের বুথে আজ সকালে ইভিএম বিকল হওয়ায় ভোট শুরু হতে দেরি হয়। ৭/২৩৪ বুথে ভিভিপ্যাট কাজ না করায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ভোটগ্রহণ। এছাড়া মাথাভাঙার শীতলকুচির ১৩১ নম্বর বুথেও ইভিএম খারাপ হওয়ায় গোড়ার দিকে ভোট শুরু করা যাচ্ছিল না। দিনহাটারই ৭/২৩৪ নম্বর বুথে পোলিং এজেন্টদের বুথের বাইরে বের করে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। পরে অবশ্য তাঁদের ঢুকতে দেওয়া হয়। এছাড়াও সেখানকার ওকরাবাড়িতে ৭/২৫৬-২৫৮, ২৬২, ২৬৮, ২৬৯ নম্বর বুথে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। একের পর এক ইভিএম মেশিন খারাপ হওয়ায় চক্রান্তের অভিযোগ তুলেছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
ভোট দিতে এসে তিনি অভিযোগ করেন, বিএসএফ ভোট প্রভাবিত করছে। অবজারভার ফোন ধরছেন না। পুলিস অবজারভার ভোট না মিটিয়ে জেলা ছাড়তে চাইছেন। অন্যদিকে, এই বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী না থাকায় সেক্টর অফিসার কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছে বিজেপি। নায়েরহাটের তুতিয়ার কুঠির একটি বুথে কংগ্রেস ভোটরদের কাছ থেকে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগও উঠছে। অভিযোগের তির তৃণমূলের দিকে।