‘দেরি না করে বিজেপিতে যোগ দিন’! শুভেন্দুকে খোলা প্রস্তাব দিলীপ-সৌমিত্রর

এবার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের অন্যতম কাণ্ডারী শুভেন্দু অধিকারী? জল্পনা এমনই। শনিবার নন্দীগ্রামের রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সভার পরই তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। আর তারপরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য সেই জল্পনা যেন আরও কিছুটা উসকে দিল।

 

কলকাতা: এবার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের অন্যতম কাণ্ডারী শুভেন্দু অধিকারী? জল্পনা এমনই। শনিবার নন্দীগ্রামের রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সভার পরই তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ৷ আর তারপরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য সেই জল্পনা যেন আরও কিছুটা উসকে দিয়েছে৷

তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব তৈরি হওয়ার খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল৷ এই সুযোগের সদ্ব্যাবহার করে শুভেন্দুকে নিজেদের দলে টানতে সচেষ্ট গেরুয়া শিবির৷ নন্দীগ্রামের মঞ্চে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক বন্তব্যের পরই বিজেপি শিবির থেকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে৷ নন্দীগ্রামের শুভেন্দু বলেন, তিনি প্যারাস্যুটে নামেননি বা লিফটেও ওঠেননি৷ সিঁড়ি ভেঙেই উঠেছেন৷ লড়াই করেছেন৷ কিন্তু কিছু কিছু মানুষ অতীত ভুলে যায়৷ তবে তৃণমূলের অন্দরে ফাটলের কথা বেশ কয়েকদিন ধরেই প্রকাশ্য আসছে৷ শুভেন্দু ‘আমরা দাদার অনুগামী’ ব্যানারে সভা করলেও সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন না৷ ফিরহাদ হাকিমও শুভেন্দুকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন৷ নন্দীগ্রামের সভায় যেন বিস্ফোরণ হল৷

সভার পরের দিনই তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ৷ রবিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে তিনি কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ মেনন একসঙ্গে ছিন্নমস্তা মন্দিরে পুজো দেন৷ এর পরই সাংসদ সৌমিত্র খাঁ বলেন, শুভেন্দুর বক্তব্যের মূল কথা হল বাংলার স্বার্থে সরকার পরিবর্তন প্রয়োজন৷ তিনিও সেটাই চান৷ তিনি নিজে মানুষের জন্য কাজ করেন ও করতে চান৷ তাই তাঁকে বিজেপি সাদরে অভ্যর্থনা জানাবে৷  বিজেপি চাইছে দেরি না করে শুভেন্দু যেন তাড়াতাড়ি বিজেপিতে যোগ দেন৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও জল্পনা কিছুটা উসকে দেন৷ কিছুদিন আগে ফিরহাদ ববি হাকিম বলেছিলেন, বিজেপি শুভেন্দু অধিকারীকে তাঁদের রাজ্য সদর দফতর মুরলিধর সেন স্ট্রিটে বসাক৷ তার উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, ‘‘ওনারা ওকে বিজেপিতে পাঠিয়েই ছাড়বেন৷’’ রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর এ কথা বলেন তিনি৷ তবে কোথাও তিনি ফিরহাজ হাকিমের নাম করেননি৷

এই পরিস্থিতি তখনই তৈরি হয়েছে যখন রাজ্যে  আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দিলীপ ঘোষও মেদিনীপুর যাচ্ছেন৷ সেখানে বিজেপির কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি৷ হয়তো সেখানে শুভেন্দুকে নিয়েও আলোচনা হতে পারে বলে খবর৷ তার উপর ৫ ও ৬ তারিখ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর রয়েছে৷ বিজেপির নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন৷  মনে করা হচ্ছে দলের উচ্চস্তরীয় নেতাদের মধ্যে এই বিষয়টি নিয়ে কথা উঠতে পারে৷ দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি সবাইকে নেওয়ার জন্য দরজা খুলে দিয়েছে৷ কাউকে যদি পাঠিয়ে দেওয়া হয় তবে বিজেপি তাদের দলে নেবে৷ রাজনীতিবিদ রাজনীতি করতে চাইলে সুযোগ দেবেন তাঁরা৷ তবে তাঁর সঙ্গে যে এ নিয়ে কারওর আলোচনা এখনও হয়নি, তাও জানিয়েছেন দিলীপ ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =