দলের বিরুদ্ধে মুখে পদ খোয়ালেন রুদ্রনীল, এবার কি বিজেপিতে?

কলকাতা: দলের বিরুদ্ধে মুখ খুলতেই কোপের মুখে তৃণমূলের ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষ৷ সূত্রের খবর, রুদ্রনীলকে নরসিংহ দত্ত কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ রুদ্রনীলকে সভাপতি পদে থেকে সরিয়ে দেবার পর গুঞ্জন শুরু হয়েছে৷ কেননা, বেশ কিছু দিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন চলছে, রুদ্রনীল ঘোষ বিজেপি শিবিরে যোগদান করতে চলেছেন৷ ২১ জুলাইয়ের মঞ্চে তাঁর অনুপস্থিতি

দলের বিরুদ্ধে মুখে পদ খোয়ালেন রুদ্রনীল, এবার কি বিজেপিতে?

কলকাতা: দলের বিরুদ্ধে মুখ খুলতেই কোপের মুখে তৃণমূলের ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষ৷ সূত্রের খবর, রুদ্রনীলকে নরসিংহ দত্ত কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷

রুদ্রনীলকে সভাপতি পদে থেকে সরিয়ে দেবার পর গুঞ্জন শুরু হয়েছে৷ কেননা, বেশ কিছু দিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন চলছে, রুদ্রনীল ঘোষ বিজেপি শিবিরে যোগদান করতে চলেছেন৷ ২১ জুলাইয়ের মঞ্চে তাঁর অনুপস্থিতি জল্পনাকে আরও জোরালো করে৷ পরে কাটমানির বদলা কালো টাকা ফেরানোর তৃণমূল সুপ্রিমোর নির্দেশকে কড়া ভাষায় সমালোচনা করেন টলিপড়ার এই অভিনেতা৷ এবার, সভাপতি পদ থেকে সরানোর ঘটনায় জল্পনা আরও তীব্র হয়েছে৷

কিন্তু কি কারণে এই অপসারণ? কলেজ পরিচালন কমিটির যুক্তি, গত ১১ জুন সভাপতি পদে রুদ্রনীলের ৪ বছরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ তাই ১০ সদস্যের ওই গভর্নিং বডি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে৷ নতুন কমিটিতে স্থান দেওয়া হয়নি ওই অভিনেতাকে৷ আসলে পুরোটাই রাজনৈতিক খেলা বলে মনে করছেন পর্যবেক্ষক মহল৷

বিক্ষুব্ধ তারকা কি তা হলে বিজেপিতে যোগদান করছেন? সম্ভাবনা যদিও উড়িয়ে দিলেন না দিয়ে এর আগে সংবাদমাধ্যমে রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘বিজেপি দলটাকে জানি না৷ সবেমাত্র ওদের সাংগঠনিক চরিত্র তৈরি হচ্ছে৷ সবটা দেখি৷ তবে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওরা যে তৃণমূলীয় পদ্ধতিই ব্যবহার করছে, তা সমর্থন করি না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *