কলকাতা: তাদের সক্রিয় কর্মী, মেটিয়াবুরুজের বীর বাহাদুর সিংকে খুনের ষড়যন্ত্র হয়েছিল বলে মনে করে আরএসএস৷ বীর বাহাদুর ওই এলাকার আরএসএস কর্মী এবং সঙ্ঘের কাজকর্ম সক্রিয় ভাবেই দেখাশোনা করতেন৷ জানিয়েছেন, দক্ষিণবঙ্গে সঙ্ঘের এক শীর্ষ ব্যক্তিত্ব৷ সঙ্ঘ সেবকরা দেশের দিকে দিকেই এই ঘটনার কথা ছড়িয়ে দেবেন, জানান ওই সঙ্ঘ নেতা৷
কয়েকদিন আগেই বীর বাহাদুর মেটিয়াবুরুজ এলাকায় দুষ্কৃতীদের গুলিতে জখম হয়৷ তাকে এসএসকেেম হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতালে জখম বীর বাহাদুর বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজযবর্গীয়কে বলেন, এলাকার কাউন্সিলারের গুন্ডাবাহিনী এই কাজ করেছে৷
সঙ্ঘ অবশ্য বিষয়টি গভীরে গিয়ে চিন্তা করেছে৷ ওই এলাকায় এর আগে কলকাতা পুলিশের এক সিনিয়ার অফিসারের মৃত্যু হয়৷ এছাড়া অন্য একটি বিষয়ে সঙ্ঘকে নাড়িয়ে দিয়েছে৷ বেশ কযেক বছর আগে ওই এলাকায় এক পাকিস্তানি সাংবাদিককে ঘুরিয়ে দেখান রাজ্যের এক মন্ত্রী৷ মন্ত্রী তাঁকে নাকি বলেন, কলকাতার ‘মিনি পাকিস্তান’ হল ওই জাযগা৷ পরি ওই সাংবাদিক পাকিস্তানের ‘ডন’ পত্রিকায় নিজের প্রতিবেদনে ওই এলাকাকে ‘মিনি পাকিস্তান’ বলেই বর্ণনা করেন৷
সঙ্ঘের ওই কর্তার মতে, ওই ঘটনাই প্রমাণ করে কলকাতার এই এলাকা সরকারি মদতে সমস্ত আইনকানুনের বাইরে৷ বীরবাহাদুর ওই এলাকায় সঙ্ঘের পতাকা বহন করত, তা-ই নয় সে একটি বস্তিকে প্রমোটারদের হাত থেকে রক্ষা করতে চেয়েছিল৷ তা-ই তাকে গুলি খেতে হয়েছে৷ সঙ্ঘের কার্যকর্তারা এই ঘটনার বিবরণ সারা দেশে ছড়িয়ে দিতে চান৷ সঙ্ঘকর্তার মতে, বিজেপির বাকুড়ার সাংসদ ডা. সুভাষ সরকার বিষযটি সংসদে তুলেছেন৷ প্রকৃত সঙ্ঘীর মতোই কাজ করেছেন ডা. সরকার৷