মোদীকে নিয়ে তিতিবিরক্ত সংঘ! এবার কী কন্ট্রোলে আসবেন তিনি?

অস্বস্তিতে BJP চারশো আসন তো দূরের কথা, লোকসভা নির্বাচনে তিনশোর গণ্ডিও পার করতে পারেনি বিজেপি তথা এনডিএ। যে ঘটনায় জিতেও প্রবল অস্বস্তিতে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী…

RSS frustration with Modi RSS Modi election performance

অস্বস্তিতে BJP

চারশো আসন তো দূরের কথা, লোকসভা নির্বাচনে তিনশোর গণ্ডিও পার করতে পারেনি বিজেপি তথা এনডিএ। যে ঘটনায় জিতেও প্রবল অস্বস্তিতে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে মোদীকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল আরএসএস। আরএসএস চিন্তিত সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির গত দু’বারের তুলনায় খারাপ ফল নিয়ে।

সংঘের (RSS) চিন্তা বাড়বে

ঘটনা হল বিজেপি নেতৃত্ব বারবার ৪০০ আসনের কথা বলেছেন বলেই এই ফলাফলকে খারাপ বলে মনে করা হচ্ছে। এবার উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যে যেখানে বিজেপি বড় ধাক্কা খেয়েছে, সেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত আরএসএস। মহারাষ্ট্রের নাগপুরেই রয়েছে আরএসএসের সদর দফতর। তাই সেই রাজ্যে বিজেপি তথা এনডিএ-র ফল খারাপ হলে সংঘের চিন্তা বাড়বে এটাই স্বাভাবিক।

চরম ক্ষুব্ধ সংঘ

সূত্রের খবর, মঙ্গলবার ফল প্রকাশের পরই গোটা বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে সংঘ। এমনটা যে হতে পারে সে ব্যাপারে বারবার বিজেপিকে সতর্ক করেছিল সংঘ, এমনটাই খবর। তাই উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে বিজেপির ফল খারাপ হল কেন, কেন বিজেপির সংগঠন ব্যর্থ হয়েছে সেখানে, তা সবিস্তারে খতিয়ে দেখা উচিত বলে মনে করছে সংঘ।

প্রশ্নের মুখে RSS

সংঘ মনে করছে মহারাষ্ট্রের প্রাক্তন কংগ্রেস নেতা অশোক চৌহানের পাশাপাশি অজিত পাওয়ারের সঙ্গে হাত মেলানোয় লোকসভা নির্বাচনে বিজেপির ক্ষতি হয়েছে। তাতে মহারাষ্ট্রে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সংঘের তৃণমূল স্তরের কর্মীদের। জানা গিয়েছে এই নির্বাচনে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে সংঘ পরিবারের বহু কর্মী ভোট দেননি। সংঘের বড় অংশ বসে গিয়েছিল।

আরএসএস-এর শতবর্ষ

শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের প্রচারে যে সমস্ত ইস্যু বিজেপি তুলে ধরেছিল, তার সব কিছুর সঙ্গে সংঘ একমত ছিল না বলে খবর। সবচেয়ে বড় কথা গত দশ বছরে সংঘের উপর নির্ভরতা অনেকটাই কমিয়ে ফেলেছিলেন নরেন্দ্র মোদী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করে রাজনৈতিক মহল। তার প্রভাব নির্বাচনে পড়েছে বলে মনে করা হচ্ছে। এই আবহের মধ্যে বিজেপির উপর সংঘের নিয়ন্ত্রণ বাড়বে বলেই খবর। সামনের বছর আরএসএস-এর শতবর্ষ পূর্ণ হচ্ছে। সেই জায়গায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সংঘ। তাই বিজেপির একাই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার বিষয়টি নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে সংঘ।

সংঘের ‘কন্ট্রোলের’ বাইরে মোদী?

আসলে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সংঘের ‘কন্ট্রোলের’ বাইরে চলে যান নরেন্দ্র মোদী। কিছুতেই তাঁকে ‘কন্ট্রোলে’ আনা যাচ্ছিল না। নিজের নাম করে যেভাবে তিনি প্রচার করেছেন, তা নিয়েও বিরক্ত ছিল সংঘ। প্রচারে বারবার নিজের নাম তুলে ধরে নানা প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। বলেছেন মোদী গ্যারান্টির কথা। দল নয়, তিনিই যে শেষ কথা তা বারবার বুঝিয়ে দিয়েছেন মোদী। আর তাতেই ক্ষুব্ধ হয়েছে সংঘ।

ধার ধারেননি মোদী!

তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বহু ক্ষেত্রেই সংঘের পরামর্শ মেনে চলতেন। কিন্তু মোদীর বিরুদ্ধে অভিযোগ তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এসবের ধার ধারেননি। কিন্তু বিজেপি ধারাবাহিক সাফল্য পাচ্ছিল বলে কোনও প্রশ্ন ওঠেনি। এই পরিস্থিতিতে বিজেপি একার জোরে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরই বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করেছে আরএসএস, এমনটাই সূত্রের খবর। তাই আগামী দিনে সংঘের সঙ্গে তাল মিলিয়ে নরেন্দ্র মোদী চলতে পারেন কিনা সেটাই দেখার।

 

Politics: RSS frustration with Modi BJP election performance 2024. RSS expresses frustration over BJP’s performance in the 2024 Lok Sabha elections, where they failed to secure 300 seats. Despite winning, PM Modi faces criticism. Will he now align more with RSS directives? The upcoming political landscape remains uncertain.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *