মায়ের হয়ে প্রচারে ঝড় তুললেন রিয়া, রাইমা

আসানসোল: এক মঞ্চে তিন স্টার। মুনমুন সেন, রিয়া সেন ও রাইমা সেন। এছাড়া মহানায়িকা সুচিত্রা সেন সরাসরি ভোট ময়দানে না থেকেও যেন রয়ে গিয়েছেন। এবারের ভোটে তাঁর অস্তিত্ব ভালোই টের পাওয়া যাচ্ছে। তা পোস্টারই হোক কিংবা বক্তৃতা-সবেতেই তিনি রয়ে গিয়েছেন। তাই অনেকেই বলছেন, মঞ্চে তিন নয়, চার স্টার রয়েছেন। তাঁদের দেখিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করছে,

ae02e6d50f82b00b45e97e9b29ded47b

মায়ের হয়ে প্রচারে ঝড় তুললেন রিয়া, রাইমা

আসানসোল: এক মঞ্চে তিন স্টার। মুনমুন সেন, রিয়া সেন ও রাইমা সেন। এছাড়া মহানায়িকা সুচিত্রা সেন সরাসরি ভোট ময়দানে না থেকেও যেন রয়ে গিয়েছেন।

এবারের ভোটে তাঁর অস্তিত্ব ভালোই টের পাওয়া যাচ্ছে। তা পোস্টারই হোক কিংবা বক্তৃতা-সবেতেই তিনি রয়ে গিয়েছেন। তাই অনেকেই বলছেন, মঞ্চে তিন নয়, চার স্টার রয়েছেন। তাঁদের দেখিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করছে, বিজেপির প্রার্থী শুধু নিজে স্টার। কিন্তু তাদের প্রার্থী নিজে স্টার, তাঁর মা সুচিত্রা সেন মহানায়িকা এবং প্রার্থীর দুই মেয়েও স্টার। তাই স্টারের নিরিখেও তাঁদের প্রার্থী অনেক এগিয়ে।

আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, ওদের প্রার্থী নাকি স্টার। তাই আমরা দিদির কাছে স্টার প্রার্থী চেয়েছিলাম। কিন্তু উনি আমাদেরকে এমন একজন প্রার্থী দিয়েছেন, যিনি নিজে স্টার, তাঁর মা স্টার এমনকী তাঁর দুই মেয়েও স্টার। এতদিন প্রচারে বেরিয়ে মুনমুন সেনের মুখ থেকে শোনা যেত তাঁর মায়ের নাম। কিন্তু সোমবার কুলটির রামনগর এবং লালবাজারের সভায় দুই মেয়ে এবং এক জামাইকে হাজির করে মেয়েদের কথাই বেশি করে বললেন। তিনি বলেন, আমার আজ গর্ব হচ্ছে। আজ প্রথম আমার এক জামাই এবং দুই মেয়েকে আপনাদের সামনে নিয়ে এলাম। আপনারা যেমন সংসারের কাজ ফেলে রেখে সভায় আসছেন, তেমন আমিও সংসার ছেড়ে আপনাদের এখানে এসেছি। আমাকে আপনারা একটা ভোট দিন। তাঁর দুই মেয়েও মায়ের হয়ে ভোট চাইলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *