সন্দীপকে নিয়ে জাল গোটাচ্ছে CBI! শীঘ্রই আসবে ‘বড় খবর’?

Sandeep Ghosh CBI investigation সিজিও কমপ্লেক্সে টানা ন’দিন হাজিরা দিয়েছেন আরজিকর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একবার করে তিনি হাজিরা দিতে গিয়েছেন, আর…

Sandeep Ghosh CBI investigation

Sandeep Ghosh CBI investigation

সিজিও কমপ্লেক্সে টানা ন’দিন হাজিরা দিয়েছেন আরজিকর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একবার করে তিনি হাজিরা দিতে গিয়েছেন, আর জল্পনা শুরু হয়েছে, এই বুঝি কোনও ‘বড় খবর’ সামনে এল। না, শেষ পর্যন্ত তথাকথিত সেই ‘বড় খবর’ সামনে আসেনি। এই আবহের মধ্যে আরজিকর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। সেই সূত্রে রবিবার সন্দীপের বেলেঘাটার বাড়িতে গিয়ে সাড়ে ১২ ঘণ্টা তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকরা। (Sandeep Ghosh CBI investigation)

Sandeep Ghosh CBI probe

সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছেন তাঁরা, এমনটাই সূত্রের খবর। সবমিলিয়ে টানা ১০ দিন সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে হল সন্দীপকে। আর সেখান থেকেই গোটা বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ সূত্রে খবর, সন্দীপকে নিয়ে তদন্তের জাল কার্যত গুটিয়ে আনতে চলেছে সিবিআই। অর্থাৎ শীঘ্রই আসতে পারে সেই ‘বড় খবর’। আর সেই ‘বিগ ব্রেকিং নিউজ’ শীঘ্রই আসবে বলে বিশেষ সূত্রে জানা যাচ্ছে।

CBI: RG Kar Medical College corruption

ঘটনা হল আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আগেই তদন্ত শুরু করেছে সিবিআই। কিন্তু তার মধ্যেই আরজিকর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি নিয়েও কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। উল্লেখ্য আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ করেছেন সন্দীপের বিরুদ্ধে।

CBI inquiry, RG Kar financial scandal

সেই বিষয়টি হাইকোর্টে গড়ায়। তার ভিত্তিতেই এই আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ। তাতে নিঃসন্দেহে আরও বিপাকে পড়েছেন সন্দীপ। সূত্রের খবর, রবিবার তদন্ত শুরুর সঙ্গে সঙ্গেই একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন সিবিআই অফিসাররা।

Sandeep Ghosh Under CBI Radar

যা তাঁদের কাজ অনেকটাই সহজ করে দেবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। সবমিলিয়ে রবিবার সকাল থেকেই সিবিআইকে যেভাবে অ্যাকশন মোডে দেখা গিয়েছে তাতে অভিযুক্তদের হৃৎকম্প হতে বাধ্য। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করুক সিবিআই। কেউ যাতে ছাড় না পায় তা নিশ্চিত করুক সিবিআই।

Sandeep Ghosh case

বলাবাহুল্য এ ব্যাপারে সাধারণ মানুষের আর তর সইছে না। তাই আগামী কয়েক দিনের মধ্যেই সেই ‘বড় ঘটনা’ ঘটে কিনা সেটাই দেখার।

আরও পড়ুন-

‘কীর্তিমান’ সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়? যত কাণ্ড তাঁর আমলেই?

কেন আর জি করের দায়িত্বে আধাসেনা? নিজেকে প্রশ্ন করুক কলকাতা পুলিশ

India Census 2024: অবশেষে সামনের মাসেই শুরু জনগণনা! জল্পনা তুঙ্গে

ফের দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন অভিষেক? কার্যত ছন্দহীন তৃণমূল!

Politics: CBI intensifies its probe into Sandeep Ghosh, former RG Kar Medical College principal, focusing on financial corruption allegations. As crucial evidence surfaces, big news is anticipated soon. Kolkata High Court orders drive the investigation forward.