আরজি কর-কাণ্ড: আদৌ কি কোনও প্রভাব ফেলবে বিধানসভা নির্বাচনে?

RG Kar Hospital case West Bengal elections 2026 সামনে কয়েকটি উপনির্বাচন ছাড়া আর কোনও বলার মতো ভোট নেই পশ্চিমবঙ্গে। তাই রাজনৈতিক মহলের প্রশ্ন, ছাব্বিশের বিধানসভা…

RG Kar protests RG Kar Hospital case West Bengal elections 2026

RG Kar Hospital case West Bengal elections 2026

সামনে কয়েকটি উপনির্বাচন ছাড়া আর কোনও বলার মতো ভোট নেই পশ্চিমবঙ্গে। তাই রাজনৈতিক মহলের প্রশ্ন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আদৌ কী আরজিকর কাণ্ডের কোনও প্রভাব পড়বে? এর পক্ষে ও বিপক্ষে সমান মত রয়েছে।

Impact of RG Kar Hospital case on West Bengal elections 2026

ঘটনা হল ২০০৬ সালে সিঙ্গুর ও ২০০৭ সালে নন্দীগ্রামের ঘটনা ঘটে। তখন তৃণমূলের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ ছিলেন। পশ্চিমবঙ্গ থেকে বামেদের সাংসদ সংখ্যা ছিল ৩৫। বিধানসভায় বামেদের সদস্য সংখ্যা ছিল ২৩৫। কিন্তু দেখা গিয়েছে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই-সহ বিভিন্ন ঘটনার রেশ পরবর্তী প্রত্যেকটি নির্বাচনে পড়েছিল। আর ২০১১ সালে তার জেরেই বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল হয়। অর্থাৎ সিঙ্গুর-নন্দীগ্রাম ঘটনার চার-পাঁচ বছর পরেও তার অভিঘাত পড়েছিল বিধানসভা নির্বাচনে। সাধারণভাবে পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬ সালের এপ্রিল বা মে মাসে হওয়ার কথা। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আর ২০ মাসের মতো সময় বাকি। তাই আরজিকর ঘটনার প্রভাব সেই নির্বাচনে একেবারেই পড়বে না সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। এর প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

RG Kar Hospital incident

আবার উল্টো মতও আছে। নারী কল্যাণ সম্পর্কিত বিভিন্ন সামাজিক প্রকল্প বহুদিন আগেই চালু করেছে তৃণমূল সরকার। কলকাতা তথা বাংলায় নারীদের নিরাপত্তা একেবারেই নেই, এটা বলা ঠিক হবে না। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, আরজিকর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখতে হবে। তাই সময় যত গড়াবে এই বিষয়টি আস্তে আস্তে হাল্কা হবে। সেই সূত্রে আগামী বিধানসভা নির্বাচনে আরজিকর ঘটনার জেরে রাজ্যের মহিলাদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন, এটা এখনই বলা যায় না।

Political impact of RG Kar case

তৃণমূলের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সুফল দল ভালভাবেই পেয়েছে ভোটবাক্সে। এই প্রকল্পের টাকা কয়েক মাস আগেই বৃদ্ধি করা হয়েছে। তাই মহিলাদের বড় অংশের ভোট শুধুমাত্র আরজিকর কাণ্ডের জেরে তৃণমূলের থেকে সরে যাবে এটা বলার সময় এখন আসেনি। যদিও এটা বলতেই হবে এই ঘটনায় তৃণমূল অসম্ভব চাপে পড়ে গিয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পর্যন্ত এই ইস্যুতে মুখ খুলে তৃণমূলের পক্ষে অস্বস্তিকর বার্তা দিয়েছেন। সবমিলিয়ে আরজিকর ইস্যুতে তৃণমূল যে এখন পুরোপুরি ব্যাকফুটে রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- 

আরজিকর কাণ্ডে সিবিআইতে আপত্তি নেই মমতার

কোন কোন কারণে বাংলাদেশ নিয়ে সতর্কতার সঙ্গে পা ফেলতে চাইছে

বুদ্ধদেবের প্রয়াণের পর সিপিএমের ‘অভিভাবক’ হিসেবে একমাত্র রইলেন বিমান

Politics: Will the RG Kar Hospital case impact the 2026 West Bengal elections? With political controversy rising, opinions remain divided on whether the incident will sway voters, especially women, away from Trinamool. Here’s an in-depth analysis of the potential political effects.