কলকাতা: বিদ্রোহ চলছেই৷ এবার নাট্য অ্যাকাডেমির সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মনোজ মিত্র৷ নতুন কমিটি গঠনের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ইস্তফা নাট্য অ্যাকাডেমির সভাপতির৷ অব্যাহতি চেয়ে তথ্য-সংস্কৃতি দপ্তরের নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের ইমেল৷ মেন করে শারীরিক কারণের সঙ্গে আরও দু’একটি কারণও আছে ইস্তফা দেন তিনি৷ পরে, সংবাদ মাধ্যমে মনোজ মিত্র বলেন, ‘‘কয়েকজনের নাম বাদ দেওয়া হল৷ কিন্তু কেউ জানায়নি৷ এটা অশোভন বলেই মনে হয়৷’’
এর আগে চলচ্চিত্র উৎসবের পর এবার নাট্য উপদেষ্টা পরিষদে বদল করা হয়৷ ২৫ জন উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বেড়ে করা হয় ৪৪ জনের কমিটি৷ কমিটি থেকে বাদ পড়েন অরুণ মুখোপাধ্যায় সহ একাধিক প্রবীণ অভিনেতা৷ বাদ পড়েন উষা গঙ্গোপাধ্যায়৷ আমার মত লোক বোধ হয় প্রয়োজন নেই৷ আমাকে দিয়ে হয়তো ওদের কাজ হবে না, কমিটি থেকে বাদ পড়ে প্রতিক্রিয়া নাট্যব্যাক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের৷ হঠাৎ এই কমিটি বদল ও মনোজ মিত্রের ইস্তফা ঘিরে বাংলার নাট্য জগতে তৈরি হয়েছে বিতর্ক৷