পদত্যাগ করুন শিক্ষামন্ত্রী, ফের উঠল জোরালো, কিন্তু কেন জানেন?

কলকাতা: কোন্নগর কলেজে অধ্যাপক নিগ্রহের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করল এবিভিপি৷ সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দাবি তোলেন এবিভিপির রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রমুখ হরি বরিকর৷ তিনি কোন্নগর হীরালাল পাল কলেজের ঘটনার জন্য সরাসরি তৃণমূল ছাত্র পরিষদকে দায়ী করেছেন৷ রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের সদস্যরাই সরাসরি এই কলেজের অধ্যাপককে নিগ্রহের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন হরি

পদত্যাগ করুন শিক্ষামন্ত্রী, ফের উঠল জোরালো, কিন্তু কেন জানেন?

কলকাতা: কোন্নগর কলেজে অধ্যাপক নিগ্রহের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করল এবিভিপি৷ সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দাবি তোলেন এবিভিপির রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রমুখ হরি বরিকর৷ তিনি কোন্নগর হীরালাল পাল কলেজের ঘটনার জন্য সরাসরি তৃণমূল ছাত্র পরিষদকে দায়ী করেছেন৷

রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের সদস্যরাই সরাসরি এই কলেজের অধ্যাপককে নিগ্রহের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন‌ হরি বরিকর৷ অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করে রাজ্যজুড়ে এবিভিপি আন্দোলনে নামছে বলে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিনি৷

অধ্যাপক নিগ্রহে রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত অধ্যাপকদের সঙ্গে ফোনে কতা বলেছেন৷ যদিও কোন্নগর কলেজের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে অধ্যাপক নিগ্রহের ঘটনা রাজ্যে কোনও বিচ্ছি‌ন্ন ঘটনা বলে মনে করছেন না এবিভিপির রাজ্য নেতৃত্ব৷ তাঁদের দাবি, আইনশৃঙ্খলার অবনতির জন্যই কলেজ গেটগুলিতে হিংসার আবহ বা পরিবেশ বাড়ছে। কলেজ গেটগুলিতে শান্তি প্রক্রিয়া ফিরিয়ে আনতে এবিভিপি এরপর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লিখবে বলে জানিয়েছেন হরি বরিকর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =