জলের দাবিতে ভোট বয়কট বাসিন্দাদের

লখনউ: ভোট আসে ভোট যায়। প্রতিশ্রুতির পাহাড় জমে গেলেও প্রত্যাশা পুরণ হয়নি। জলের দাবিতে প্রায় ছয় দশক ধরে লড়াই করে আসা উত্তর প্রদেশের রবার্টসগঞ্জ কেন্দ্রের বোধরাদাধ গ্রামে এখনও জলের হাহাকার। এই বুঝি জলের পাইপ বসানো হবে এই আশায় বছরের পর বছর কেটে গেলেও কিছুই হয়নি এখানে। সেই কারণেই ২০১৯ সালের লোকসভা ভোট না দেওয়ার সিদ্ধান্ত

জলের দাবিতে ভোট বয়কট বাসিন্দাদের

লখনউ: ভোট আসে ভোট যায়। প্রতিশ্রুতির পাহাড় জমে গেলেও প্রত্যাশা পুরণ হয়নি। জলের দাবিতে প্রায় ছয় দশক ধরে লড়াই করে আসা উত্তর প্রদেশের রবার্টসগঞ্জ কেন্দ্রের বোধরাদাধ গ্রামে এখনও জলের হাহাকার। এই বুঝি জলের পাইপ বসানো হবে এই আশায় বছরের পর বছর কেটে গেলেও কিছুই হয়নি এখানে। সেই কারণেই ২০১৯ সালের লোকসভা ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিল বেনারস থেকে ১৭০ কিমি দূরে অবস্থিত এই গ্রাম।

স্বাধীনতার পর থেকে কোনও দিনই উত্তর প্রদেশের সোনভদ্র জেলার বোধরাদাধে দেওয়া হয়নি একটিও জলের লাইন। এমনকি আজ অবধি বসানো হয়নি একটি চাপা কলও। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির হাত থেকে ক্ষমতা বিজেপি’তে হস্তান্তর হওয়ার পর বোধরা দাধ গ্রামের মানুষ আশা করেছিলেন এবার হয়তো জলের লাইন বসবে তাঁদের গ্রামে। কিন্তু কোথায় কি!

নারী শিক্ষা, নারী স্বাধীনতা এমনকি নাগরিক পরিষেবা নিয়ে এত কথা বলা প্রধানমন্ত্রীর মিথ্য প্রতিশ্রুতিই সার। এই গ্রামের সাধারণ মানুষকে মূলত মহিলাদের কয়েক কিলোমিটার হেঁটে নিয়ে আসতে হয় জল। গ্রাম বাসীরা অভিযোগের সুরে জানায় সমস্ত রাজনীতিকদের দেখা হয়ে গিয়েছে প্রতিশ্রুতি ছাড়া কাজের কাজ কিছুই করেনা। আমরা যখন জলটাই পাই না তাহলে ভোট দিয়ে কি লাভ, জল নয় তো ভোট ও নয়। প্রসঙ্গত ২০১৪ সালে উত্তরপ্রদেশের ১০টি গ্রামে জলের লাইন বসানোর জন্য বিশ্ব ব্যাঙ্ক মোটা অংকের ঋণ দেয়। কিন্তু সেই টাকার অঙ্কের নিরিখে অর্ধেক কাজও এই পাঁচ বছরে হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =