পদ্মে মুকুলের পদোন্নতি! জেপি নাড্ডার টিমে মুকুল-সহ ৩ বঙ্গ নেতা

পদ্মে মুকুলের পদোন্নতি! জেপি নাড্ডার টিমে মুকুল-সহ ৩ বঙ্গ নেতা

 

নয়াদিল্লি: লক্ষ্য বাংলা৷ এবার সেই লক্ষ্যে দলের অন্দরে বড়সড় রদবদল ঘটাল বিজেপি৷ বিজেপি যোগ দেওয়ার পর এই প্রথম বিজেপিতে বড়সড় পদোন্নতি পেলেন মুকুল রায়৷ আজ শনিবার প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বিজেপির পদাধিকারীদের তালিকা৷ সেখানে বাংলা থেকে মুকুল-সহ বাংলার আরও ৩ নেতা স্থান পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার টিমে৷

বিজেপির তরফে তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, সহ সভাপতির পদে এখন থেকে দায়িত্ব দেবেন মুকুল রায়৷ মুকুল ছাড়াও সেখানে নাম রয়েছে পশ্চিমবঙ্গের আরও ২ নেতার৷ নাম রয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও প্রাক্তন সাংসদ অনুপম হাজরা৷  রাজু বিস্তা পেয়েছেন জাতীয় মুখপাত্রের দায়িত্ব৷ অনুপম হাজরা পয়েছেন সর্বভারতীয় সম্পাদকের পদ৷ শনিবার প্রকাশিত তালিকায় মুকুলের সঙ্গে সহ সভাপতির দায়িত্বে পেয়েছেন ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, রাজস্থানের প্রাপ্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, ওড়িশার জয় পান্ডা৷

বিজেপিতে যোগদানের পর এই প্রথম মুকুল রায় দলের অন্দরে কোনও পদ পেলেন৷ তাঁর পদ নিয়ে দড়ি টানাটানি অব্যাহত ছিল৷ সম্প্রতি বিজেপির নবগঠিত রাজ্য কমিটিতে মুকুলের ঠাঁই হয়নি৷ এর পরই বিদ্রোহ ছড়িয়ে পড়ে মুকুল শিবিরে৷ দিল্লিতে দলের গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে ফিরে আসেন বাংলায়৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে মুকুলের সঙ্গে আলোচনা শুরু করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা৷ মুকুল-দিলীপের দ্বন্দ্ব ঘিরেও তৈরি হয় বিতর্ক৷ বিদ্রোহ রুখতে মাঝে মুকুলকে মন্ত্রী করা হতে পারে বলে শোনা যায়৷ কিন্তু শেষ পর্যন্ত সাংগঠনিক পদে বড় দায়িত্ব পেলেন মুকুল৷ বিজেপির গঠনকাঠামোর দ্বিতীয়  সব থেকে গুরুত্বপূর্ণ পদ সহ সভাপতি৷ ফলে, এখন থেকে তিনি সরাসরি জেপি নাড্ডার টিমেই থাকবেন৷

তালিকায় উল্লেখযোগ্যভাবে সর্বভারতীয় সম্পাদকের পদ পেয়েছেন অনুপম হাজরা৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই পুরোনো দল তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হন অনুপম৷ যাদবপুরে মিমির কাছে হারলেও ময়দান ছাড়েননি৷ যুব মোর্চার নানা কর্মসূচিতে তাঁকে দেখা গিয়েছে৷ অন্যদিকে, উত্তরবঙ্গ ও পাহাড়ের রাজনীতিতে প্রভাব বাড়তে সর্বভারতীয় মুখপাত্রের তালিকায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে দেওয়া হয়েছে বাড়তি দায়িত্ব৷

সভাপতি হওয়ার প্রায় ৮ মাস পর দলের নতুন টিম তৈরি করলেন বিজেপি সভাপতি জেপি নাডা৷ সারদাকাণ্ডের পর ২০১৭ সালে বিজেপিতে যোগদান করেন তৃণমূলের একদা সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়৷ ঘাসফুল শিবিরের সঙ্গে সম্পর্ক ভেঙে মুকুল রায় পদ্ম শিবিরে প্রবেশ করেন৷ কোন পদে এতদিন পর্যন্ত রাখা হয়নি তাঁকে৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়কে দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নয়া চকম দিলেন গেরুয়া শিবিরের শীর্ষ কর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =