বজ্রপাত ঠেকাতে ভরসা এখন তালগাছ, নয়া লক্ষ্যমাত্রা প্রশাসনের

বাঁকুড়া: বজ্রপাতে মৃত্যু ঠেকাতে ও ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে বাঁকুড়া জেলাজুড়ে তালগাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন৷ রাজ্য সরকারের এই পরিকল্পনা অনুযায়ী জেলায় ৪ হাজার তাল গাছ লাগানো লক্ষ্যমাত্রা নিয়েছে স্থানীয় প্রশাসন৷ রাজ্য পরিবেশ দপ্তর রাজ্যের বিভিন্ন জেলায় তাল গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ উচ্চতার কারণে তালগাছ বজ্রপাতকে টেনে নেওয়ার পক্ষে খুবই উপযুক্ত বলে মনে করছেন

3 stocks recomended

বাঁকুড়া: বজ্রপাতে মৃত্যু ঠেকাতে ও ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে বাঁকুড়া জেলাজুড়ে তালগাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন৷ রাজ্য সরকারের এই পরিকল্পনা অনুযায়ী জেলায় ৪ হাজার তাল গাছ লাগানো লক্ষ্যমাত্রা নিয়েছে স্থানীয় প্রশাসন৷

রাজ্য পরিবেশ দপ্তর রাজ্যের বিভিন্ন জেলায় তাল গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ উচ্চতার কারণে তালগাছ বজ্রপাতকে টেনে নেওয়ার পক্ষে খুবই উপযুক্ত বলে মনে করছেন তারা৷ প্রতিবেশী বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, থাইল্যান্ডে তাল গাছ লাগিয়ে বজ্রপাতে মৃত্যু ও ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে ভালো ফল করেছে বলে জানানো হয়েছে৷ সেটা এবার যাচাই করে দেখা হচ্ছে৷ বাস্তবে তাল গাছ, নারকেল গাছ জাতীয় উচ্চতাবিশিষ্ট গাছে বাজ পড়ে বা বজ্রপাতকে টেনে নেওয়ার বিশেষ ক্ষমতা রাখে৷

জেলাশাসক উমাশঙ্কর এস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে জনবহুল এলাকায় স্কুল-কলেজ, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় তাল গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ জেলা বনদপ্তর এ ব্যাপারে সহযোগিতা করবে বলে জানানো হয়েছে৷ উল্লেখযোগ্য হল, গত বছর বাঁকুড়া জেলার পুলিশ লাইনে বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে তাল গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়৷ তবে তা এখনও তা বাস্তবায়িত হয়নি৷ তাল গাছ লাগিয়ে বজ্রপাতকে হাত থেকে কতটা রেহাই পাওয়া যাবে, এখন সেটাই দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =