লাল মাটির দেশে লালঝান্ডার ঝড়

বাঁকুড়ায় লাল ঝান্ডার মহামিছিল। বৃহস্পতিবার মিছিল শুরু হয় পাঁচবাঘা ময়দান থেকে। সিপিআই (এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, বাসুদেব আচারিয়া, এবং বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিয় পাত্র ও সুনীল খানের সমর্থনে মিছিল এগিয়ে চলে লালবাজার কেরানীবাঁধ পর্যন্ত। এদিনের মিছিল ছিল যুবদের মিছিল, মহিলাদের মিছিল, আদিবাসী লোকশিল্পীদের মিছিল। গ্রীষ্মের দাবদাহের মধ্যেই এদিন

লাল মাটির দেশে লালঝান্ডার ঝড়

বাঁকুড়ায় লাল ঝান্ডার মহামিছিল। বৃহস্পতিবার মিছিল শুরু হয় পাঁচবাঘা ময়দান থেকে। সিপিআই (এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র, বাসুদেব আচারিয়া, এবং বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিয় পাত্র ও সুনীল খানের সমর্থনে মিছিল এগিয়ে চলে লালবাজার কেরানীবাঁধ পর্যন্ত।

এদিনের মিছিল ছিল যুবদের মিছিল, মহিলাদের মিছিল, আদিবাসী লোকশিল্পীদের মিছিল। গ্রীষ্মের দাবদাহের মধ্যেই এদিন লাল ঝান্ডার মিছিল এগিয়ে চলে মানুষের অভিনন্দন নিয়ে। জনস্রোতে এদিনের মিছিল ছিল চোখে পড়ার মতন। মিছিলের মুখ যখন লালবাজার লেজ তখনও পাঁচবাঘায়। মানুষ দাঁড়িয়ে দেখেন এদিনের মিছিল, এই মিছিল যা অতীতে কোনও দিন বাঁকুড়ায় হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =