কলকাতা: কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন রেশন ডিলাররা৷ তাদের দাবি, রেশন ব্যবস্থা তুলে দিলে দেশের প্রায় সাড়ে পাঁচ লক্ষ রেশন ডিলারের সংসার কী করে চলবে? এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় এক কোটি মানুষ বেকার হয়ে পড়বেন বলেও আশঙ্কা তাঁদের৷ কেন্দ্রের নীতির বিরুদ্ধে এবার বড়সড় আন্দোলনে নামছে অল ইন্ডিয়া ফেয়ারপ্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন৷
সংগঠনের তবে জানানো হয়েছে, দেশ থেকে রেশন ব্যবস্থা উঠে গেলে কয়েক কোটি পরিবার অনাহারে মুখোমুখি হবেন৷ তাঁদের দাবি, কেন্দ্র সরকার স্থির করেছে, এবার থেকে রেশনের টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়বে৷ স্বভাবতই এই পদ্ধতি গ্রহণের ফলে রেশন দোকান গুরুত্বহীন হয়ে পড়বে৷ ইতিমধ্যেই পুদুচেরি ও চন্ডীগড়ে পরীক্ষামূসক ভাবে এই পদ্ধতি গ্রাহকের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য স্পষ্ট জানিয়েছেন, এই নীতি মেনে নেওয়া হবে না৷