কলকাতা: তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ঘিরে রণক্ষেত্র রাজারহাট৷ সব্যসাচী দত্ত ও তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে দিনে দুপুরে শুরু হয় বোমাবাজি৷ চলে ইটবৃষ্টি৷ কমপক্ষে ১৮ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ৷ সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন পুলিশকর্মী৷ জখম হয় উভয়পক্ষের বেশ কয়েকজন কর্মী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি নামানো হয়েছে ব়্যাফ৷
মঙ্গলবার সকালে রাজারহাটে কাটমানির বিরুদ্ধে একটি মিছিল করেন সব্যসাচী দত্তের অনুগামীরা৷ আন্দোলনকারীরা চিনার পার্ক মোড়ে রাস্তা অবরোধ করে৷ সব্যসাচী দত্তের অনুগামীদের তরফে বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ও স্থানীয় এক কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তোলা হয়৷ এই নিয়ে শুরু হয় বিবাদ৷ টালিগঞ্জের বাসিন্দা বিশ্বজিত নায়ের এর ব্যক্তির অভিযোগ, রাজারহাটে একটি জমি কেনার পর থেকে বিভিন্ন সময়ে তার কাছ থেকে কাটমানি নিয়েছেন তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা। এদের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশরাটে ও মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হয়েছে৷ অভিযোগ, মঙ্গলবার দুপুরে সব্যসাচী দত্তের অনুগামীরা ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। পাল্টা আক্রমণ করে তাপস করে তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। আহত হন এলাকার বেশ কিছু সাধারণ মানুষও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ৷