রণক্ষেত্র কেশপুর: পুলিশকে লক্ষ্য করে তৃণমূলের ইটবৃষ্টি, মন্দিরে আশ্রয় ভারতীর

ঘাটাল: ভারতী ঘোষের গ্রেপ্তারির দাবিতে ফের রণক্ষত্রে কেশপুর৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি তৃণমূল কর্মী সমর্থকদের৷ বিজেপি প্রার্থীর গ্রেপ্তারের দাবি পথ অবরোধ তৃণমূলের৷ কেশপুরের দোগাছিয়ায় ভারতী ঘোষের দেহরক্ষীর ছোঁড়া গুলিতে তৃণমূল কর্মী জখন হওয়ার প্রতিবাদে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা৷ দলীয় পতাকা হাতে রাস্তায় বসে পড়ে ভারতীয় গ্রেপ্তারির দাবি জানানো হয়৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া

রণক্ষেত্র কেশপুর: পুলিশকে লক্ষ্য করে তৃণমূলের ইটবৃষ্টি, মন্দিরে আশ্রয় ভারতীর

ঘাটাল: ভারতী ঘোষের গ্রেপ্তারির দাবিতে ফের রণক্ষত্রে কেশপুর৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি তৃণমূল কর্মী সমর্থকদের৷ বিজেপি প্রার্থীর গ্রেপ্তারের দাবি পথ অবরোধ তৃণমূলের৷ কেশপুরের দোগাছিয়ায় ভারতী ঘোষের দেহরক্ষীর ছোঁড়া গুলিতে তৃণমূল কর্মী জখন হওয়ার প্রতিবাদে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা৷ দলীয় পতাকা হাতে রাস্তায় বসে পড়ে ভারতীয় গ্রেপ্তারির দাবি জানানো হয়৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়৷ বাঁশ-লাঠি উঁচিয়ে পুলিশের দিকে তেড়ে যান তৃণমূল কর্মীরা৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে খান্ত থাকেননি তৃণমূল কর্মীরা৷ একের এক সংবাদ মাধ্যমের গাড়ি গুড়িয়ে দেওয়া হয়৷ শুরু হয় তাণ্ডব৷ নামানো হয় ব়্যাফ৷

[ভোটারদের প্রভাবিত করে মুড়ি-ঘুঘনি বিলি বিজেপির]

একদিকে যখন রাস্তায় দাঁড়িয়ে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল, ঠিক তখনই কেশপুর বাজারের কাছেই একটি কালী মন্দিরে আশ্রয় নেয় ভারতী ঘোষ৷ ভারতীর একটি গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ৷ উপযুক্ত নথিপত্র না থাকায় ভারতীর গাড়ি আটকে দেওয়া হয়৷ মুহূর্তেই ভারতীকে ঘিরে ফেলেন তৃণমূল কর্মীরা৷ রণক্ষেত্রের চেহারা নেয় গোটা পরিস্থিতি৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া, প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হলেও কিছুই করেনি পুলিশ৷

[ছাপ্পা রুখতে গিয়ে আক্রান্ত দিলীপ, রণক্ষেত্র মেদিনী]

রণক্ষেত্র কেশপুর: পুলিশকে লক্ষ্য করে তৃণমূলের ইটবৃষ্টি, মন্দিরে আশ্রয় ভারতীরএদিন সকালে কেশপুরের দোগাছিয়ায় ভারতীর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। একটি বুথে ছাপ্পাভোট চলছে, এমনই অভিযোগ পেয়ে গিয়েছিলেন সেখানে গিয়েছিলেন ভারতী। তাঁকে দেখামাত্রই গ্রামবাসীরা তেড়ে আসেন। আচমকা তাঁর গাড়ি ঘিরে ধরে ইট, পাথর ছোড়া হয়। ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি। ভারতীর নিরাপত্তারক্ষীরা তাঁকে কোনও রকমে সেখান থেকে মুক্ত করে সরিয়ে নিয়ে যায়। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। গ্রামবাসীদের ইটের ঘায়ে ভারতীর এক নিরাপত্তারক্ষীর মাথা ফেটে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে পাঁচ রাউন্ড গুলি ভারতীর দেহরক্ষীদের৷ নিরাপত্তারীদের ছোঁড়া গুলিতে জখম এক ভোটার৷ এমনটাই অভিযোগ তৃণমূলের৷

[আরও পড়ুন: ফের চূড়ান্ত বিপাকে বিপাকে ভারতী, কড়া ব্যবস্থা কমিশনের]

রণক্ষেত্র কেশপুর: পুলিশকে লক্ষ্য করে তৃণমূলের ইটবৃষ্টি, মন্দিরে আশ্রয় ভারতীরভারতীর দেহরক্ষীদের তরফে শূন্যে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ার খবর স্বীকার করা হলেও সেই গুলিতে কেউ জখম হয়েছেন কি না, তা নিয়ে কিছুই জানানো হয়নি৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এদিন সকালে দোগাছিয়ার ৩৪ নম্বর বুথে ঢুকতে চান ভারতী ঘোষ৷ তৃণমূল কর্মীদের বাঁধার মুখে পড়ে গুলি চালাতে নির্দেশ দেন ভারতী৷ ভারতী ঘোষের দেহরক্ষীদের ছোঁড়া গুলিতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটারের হাতে গুলি রাগে৷ পরে, তাঁকে কেশপুর ও সেখান থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে অভিযোগ তৃণমূলের৷

রণক্ষেত্র কেশপুর: পুলিশকে লক্ষ্য করে তৃণমূলের ইটবৃষ্টি, মন্দিরে আশ্রয় ভারতীরজানা গিয়েছে, এদিন সকালে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে কেশপুরের দোগাছিয়ায় যান ভারতী৷ এলাকায় ভারতীর কনভয় দেখতেই হামলা চালাতে শুরু করেন তৃণমূল কর্মীরা৷ এলোপাথাড়ি ইট বৃষ্টি শুরু হয়৷ ইটের ঘায়ে মাথা ফাটে নিরাপত্তাকর্মীর৷ ভারতীর গাড়িতে বেপরোয়া ভাঙচুর চালানো হয়৷ ঘটনায় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীর জখম হন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে গুলি৷

[আরও পড়ুন: তৃণমূলী ধাক্কায় মাটিতে লুটোপুটি ভারতীর, হেনস্থা! পদক্ষেপ কমিশনের]

প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হতেই লাঠিচার্জ করে বাহিনী৷ এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ বিজেপি প্রার্থী বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি করে স্থানীয় তৃণমূল কর্মীরা৷ ইটের ঘায়ে মাথা ফাটল ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ৷ ভারতী ঘোষের গাড়ির কাচ ভেঙে যায়৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বলেন, ‘‘জনরোষের শিরার হয়েছেন তিনি৷ অত্যাচারি ভারতীয় ঘোষ এখন তার কর্মফল পাচ্ছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *