ভোটের বাজারে রামনবমী? বাংলায় বিশেষ কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদের!

আজ বিকেল: হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের শুরু থেকেই কেন্দ্রের তোপের মুখে রয়েছে বাংলা। আজই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণে অশান্তির মাত্রা নেহাত কম নয়। বিজেপির দাবি তৃণমূল কর্মীরা বুথ দখল করছে, অন্যদিকে তৃণমূলের তরফে দাবি ইভিএমের ভিভিপ্যাডে গোলমাল করেছে বিজেপি, তাই যে চিহ্নেই বোতাম টিপুন না কেন ভোট পড়বে পদ্মছাপেই। এর মধ্যেই নয়া আশঙ্কার মেঘ বাংলার আকাশে।

ভোটের বাজারে রামনবমী? বাংলায় বিশেষ কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদের!

আজ বিকেল: হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের শুরু থেকেই কেন্দ্রের তোপের মুখে রয়েছে বাংলা। আজই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণে অশান্তির মাত্রা নেহাত কম নয়। বিজেপির দাবি তৃণমূল কর্মীরা বুথ দখল করছে, অন্যদিকে তৃণমূলের তরফে দাবি ইভিএমের ভিভিপ্যাডে গোলমাল করেছে বিজেপি, তাই যে চিহ্নেই বোতাম টিপুন না কেন ভোট পড়বে পদ্মছাপেই। এর মধ্যেই নয়া আশঙ্কার মেঘ বাংলার আকাশে।

পয়লা বৈশাখ অর্থাৎ আগামী ১৫ এপ্রিলের ঠিক আগের দিন রাম নবমী। দ্বিতীয় দফার ভোটের আগেই রামনবমী উপলক্ষে উত্তাল হতে চলছে গোটা রাজ্য। রামনবমী উপলক্ষে রাজ্যজুড়ে ৭০০ মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। ইতিমধ্যে পুলিশের থেকে মিছিল বের করার অনুমতিও আদায় করেছে। তবে অস্ত্র নিয়ে কোনও মিছিল বের করা যাবে না তা আগেভাগেই জানিয়েছে পুলিশ। তবে মিছিল হবে দক্ষিণবঙ্গেই, উত্তরবঙ্গে নির্বাচনী বিধি কার্যকরী থাকায় সেখানে কোনও ব়্যালি নয় বলেই জানিয়েছে পুলিশ।

বিশ্ব বিন্দু পরিষদও পুলিশের বিধি নিষেধ মানছে। তবে এমনিতে ধর্মীয় বিভেদের রাজনীতিকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। নাগরিকত্ব বিল থেকে শুরু করে পুলওয়ামা কাণ্ড সবেতেই মমতাকে নিশানা করছে বিজেপি। রামনবমীকে ঘিরে ঠিক কী ধরনের ধুম মচাতে চলেছে তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *