বিজেপিতে যোগ দিচ্ছেন ‘রামভক্ত’ মদন? নিজের বাড়িতেই দিলেন উৎসব!

কলকাতা: জয় শ্রীরাম ধ্বনি নিয়ে যখন উত্তাল বাংলার রাজনীতি, ঠিক তখনই নিজের বাড়িতে রামকথার আয়োজন করছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র৷ তবে, রামকথার উৎসবের আয়োজন করে ঠিক কী বোঝাতে চাইছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? সেটা এখনও বোঝা যাচ্ছে না! আগামী ২৪ জুলাই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রীর ভবানীপুরের বাড়িতে বসবে এই রামকথার আসর৷

d0908e7580a6a058184367189f0e78f8

বিজেপিতে যোগ দিচ্ছেন ‘রামভক্ত’ মদন? নিজের বাড়িতেই দিলেন উৎসব!

কলকাতা: জয় শ্রীরাম ধ্বনি নিয়ে যখন উত্তাল বাংলার রাজনীতি, ঠিক তখনই নিজের বাড়িতে রামকথার আয়োজন করছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র৷ তবে, রামকথার উৎসবের আয়োজন করে ঠিক কী বোঝাতে চাইছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? সেটা এখনও বোঝা যাচ্ছে না! আগামী ২৪ জুলাই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রীর ভবানীপুরের বাড়িতে বসবে এই রামকথার আসর৷

কয়েক হাজার মানুষ নিমন্ত্রিত থাকবেন এই রাম-উৎসবে৷ তবে কী তিনি শিবির বদলে ফেলতে পারেন? গত কয়েকদিন ধরে তাঁর কথাবার্তাও খুব একটা সুবিধাজনক ঠেকছে না রাজনীতিক মহলের কাছে৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মদন মিত্র দলে বহুদিন ধরেই কোণঠাসা। সারদাকাণ্ডে জেলে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে তফাৎ রেখে চলেন দলের তাবড় নেতারা৷ যে মদন এক সময় তৃণমূলের প্রথম পাঁচ জনের একজন ছিলেন, এখন তিনি দলে কার্যত কেউ না৷ দলনেত্রী তাঁর থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় ক্ষোভের মেঘ পুঞ্জীভূত তাঁর মনেও৷ প্রকাশ্যে বলেছেন, ‘‘কেন সবসময় মুখ ঝামটা সহ্য করব৷’’ যদিও ভাটপাড়ার উপনির্বাচনে মদনকে প্রার্থী করা হলেও তিনি পরাজিত হন৷ এর পর থেকে দলের অন্দরে ফের কোণঠাসা হয়ে পড়েন তিনি৷ এখন দেখার তিনি, আদৌও গেরুয়া শিবিরে যাচ্ছেন কি না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *