কলকাতা: বাংলার মানুষ ৩৪ বছরে বাম জমানার পরিবর্তন ঘটিয়ে তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছিল৷ কিন্তু তাতে বাংলার হাল দিলে দিনে আরও খারাপ হয়ে হয়েছে৷ করোনা আবহে ভার্চুয়াল জনসভা থেকে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ ভূপেন্দ্র যাদব৷
আজ পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বিজেপির তরফে ভার্চুয়াল জনসভা করা হয়৷ সেখানে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ ভূপেন্দ্র যাদব জানান, ‘‘আমরা সবাই জানি, বামেদের ৩৪ বছরের শাসন, পশ্চিম বাংলার লোকতন্ত্র, সংস্কৃতিক গুরুত্ব, সাহিত্য, আধ্যাত্মিক চেতনায় বড় ক্ষতি হয়ে গিয়েছে৷ আমরা এটাও জানি, বাংলার মানুষ আশা করে তৃণমূলকে শাসনে বসেছিল৷ কিন্তু তৃণমূল সেই সমস্ত আশা-আকাঙ্ক্ষাকে আমল দেয়নি৷ আরও পেছনের দিকে নিয়ে গিয়েছে৷ বাম জমানার থেকেও অবস্থা খারাপ তৃণমূল আমলে৷’’
বাংলায় কৃষক সম্মান নিধি প্রকল্প চালু না হওয়ায় তৃণমূল সরকারকে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব৷ বলেন, ‘‘বাংলা কৃষকদের দুর্ভাগ্য৷ পুরো দেশে কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে তাঁদের আয় বাড়ানোর জন্য কেন্দ্র সরকার অর্থ সাহায্য করছে৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পে অংশ নেয়নি৷ এটা কৃষকদের দুর্ভাগ্য৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের অধিকার পৌঁছে দিতে ব্যর্থ৷’’
যদিও এর আগে বাম জমানায় নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বাংলায় ভার্চুয়াল জনসভায় থেকে অমিত শাহ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বাম আমলে সরকার অনেক ভালো কাজ করেছিল৷ কিন্তু তৃণমূল সরকার সেই পথে পা বাড়াচ্ছে না বলেও অভিযোগ তুলেছিলেন তিনি৷ এবার বিজেপির আরও এক নেতার মুখে আমল প্রসঙ্গ ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা৷