কলকাতা: চিটফান্ড কাণ্ডে নয়া মোড়৷ সিবিআইয়ের নজরে এবার আরও ছ’য় পুলিশ কর্তা৷ কম বেশি পাঁচটি নম্বরে ফোনের রেকর্ড শোনা হয়েছে বলে দাবি জানিয়েছে সিবিআই৷ এই ফোনালাপের এ প্রান্তে ছিলেন সারদা মালিক সুদীপ্ত সেন ও তার ডান হাত৷ অন্য প্রান্তে ছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার! সিবিআই সূত্রে খবর, প্রমাণ লোপাটে রাজীব কুমারের সক্রিয় ভূমিকা প্রমাণ করতে আদাজল খেয়ে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
সূত্রের খবর, ২০১০-১৩ সালে বিধাননগর কমিশনারেটে কর্তব্যরত থাকাকালীনই রাজীব সিবিআই কথা হত। কিন্তু এই কথাবার্তা কি সিটের দায়িত্ব পাওয়ার পরেও কথাবার্তা চলেছ? তা অবশ্য জানা যায়নি৷ সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে ভোডাফোন ও এয়ারটেল রাজীবের কল ডেটা শেয়ার করেছে সিবিআই৷ সেখানেই সিবিআইয়ের তরফে এমন পাঁচটি নম্বরে উল্লেখ করা হয়েছে, তাতে কথা বলেছেন রাজীব যা সুদীপ্ত সেন ও তার ঘনিষ্ঠ দেবলীনা মুখোপাধ্যায়৷ তবে, সাড়ে তিন হাজার কোটি টাকার এই বিরাট দুর্নীতিতে শুধু রাজীব কুমার নয়, সিবিআইয়ের চোখ রয়েছে আরও ৬ জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের ওপরেও। তাঁদের একজন আবার সিবিআইয়ের প্রাক্তন৷ তিনিই নাকি রাজ্য পুলিশকে পথ দেখিয়ে এসেছেন কী ভাবে সিবিআইকে ঘোল খাওয়ানো যায়৷ কিন্তু শেষরক্ষা হবে তো, রাজীবের মতোই তাঁদের বাঁচাতেও ধর্ণা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কানাঘুষো চলছে৷