কলকাতা: সিবিআই অফিসে হাজির এড়িয়েও রক্ষা পাচ্ছেন না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ সোমবার সকাল ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজির হতে বলে নোটিস দিয়েছিল সিবিআই৷ কিন্তু, নিজে হাজির না হয়ে সিআইডির দুই অফিসার মারফত চিঠি পাঠিয়ে সিবিআই আধিকারিকদের রাজীব কুমার জানিয়ে দেন, ব্যক্তিগত কাজে ছুটি নিয়ে তিনি উত্তরপ্রদেশে গিয়েছেন৷ তাই সোমবার সিবিআই দপ্তরে যেতে পারেননি৷ দ্রুত কাজ সেরে কলকাতায় ফেরার চেষ্টা করছেন৷ তাই তাঁকে আরও সাতদিন সময় দেওয়া হোক৷ সূত্রের খবর, বাড়তি এই সময়সীমা দিতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপই করতে তাইছে তারা। পাশাপাশি তাঁর হদিশ পেতে রীতিমতো কোমর বেঁধে নেমেছে সিবিআই৷
সূত্রের খবর, সিবিআই তাঁরা আর সময় দিতে নারাজ। বিষয়টি খুব শীঘ্রই তাঁরা জানিয়ে দেবেন প্রাক্তন নগরপালকে। তবে ছুটির বিষয়টি নিয়ে গভীরে যেতে চাইছেন আধিকারিকরা। দেখতে চাইছেন কতদিন আগে এ জন্য আবেদন করেছিলেন তিনি। তাতে অনুমোদন দিয়েছিলেন কে। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে এই বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে, তিনি মন্ত্রক থেকে রিলিজ অর্ডার নিয়েছেন কি না। পাশাপাশি হঠাৎ করে ব্যক্তিগত কাজে তাঁকে উত্তরপ্রদেশে যেতে হয়েছে, না আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, তা নিয়েও চলছে খোঁজখবর৷