কলকাতা: দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে তাঁর সন্ধান মেলেনি৷ বাংলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা৷ টানা সাতদিন দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে তাঁর সন্ধান না পেয়ে ইতিমধ্যেই দিল্লি ফিরে গিয়েছে সিবিআইয়ের বিশেষ দল৷ কিন্তু সিবিআইয়ের তরফে বাংলার গোয়েন্দা প্রধান রাজীব কুমারের এখনও পর্যন্ত কোনও সন্ধান না পেলেও ‘রাজীব স্যারে’র সন্ধান দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা৷
নিজের ফেসবুক প্রোফাইলে অনুপাম হাজরা রাজীব কুমারকে নিয়ে একটি পোস্ট করেছেন৷ সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘ অবশেষে চতুর্থ শ্রেণির সাধারণ জ্ঞানে খুঁজে পাওয়া গেল রাজীব স্যারকে!’
সোশ্যাল মিডিয়ায় চতুর্থ শ্রেণির সাধারণ জ্ঞানের বইয়ের পাতা ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা৷ সেখানে রাজীব কুমারের ছবির উপর একটি গোল মার্ক করে তিনি তার নিচেই একটি প্রশ্নকে উল্লেখ করেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে, অনুপম হাজরার পোস্ট করা বইয়ের পাতায় রাজীব কুমারের ছবির নীচে লেখা হয়েছে, ‘‘পুলিশ কীভাবে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?’’ তার স্বপক্ষে উত্তর দেওয়া হয়েছে, ‘‘পুলিশরা সমাজকে বিভিন্ন দুষ্কৃতীদের কবল থেকে রক্ষা করেন৷ সাধারণ মানুষকে নিরাপদে রাখতে এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেন৷’’ সাধারণ জ্ঞানের বইয়ে রাজীব কুমারের ছবি ব্যবহারকে কটাক্ষ করেই তিনি এই পোস্ট করেছেন বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷