‘রাজীব কুমারের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে’

কলকাতা: এবার রাজীব কুমারের প্রাণহানির আশঙ্কার কথা তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের৷ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সভাপতির দেওয়া প্রেস বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে প্রদেশ নেতৃত্ব৷ প্রেস বিবৃতিতে সোমেন মিত্র জানিয়েছেন, জানানো হয়েছে, রাজীব কুমারকে নাকি খুঁজে পাচ্ছে না সিবিআই৷ অথচ এটা প্রায়ই দিনের আলোর মত পরিষ্কার রাজীব কুমার ধরা

‘রাজীব কুমারের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে’

কলকাতা: এবার রাজীব কুমারের প্রাণহানির আশঙ্কার কথা তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের৷ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সভাপতির দেওয়া প্রেস বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে প্রদেশ নেতৃত্ব৷

প্রেস বিবৃতিতে সোমেন মিত্র জানিয়েছেন, জানানো হয়েছে, রাজীব কুমারকে নাকি খুঁজে পাচ্ছে না সিবিআই৷ অথচ এটা প্রায়ই দিনের আলোর মত পরিষ্কার রাজীব কুমার ধরা পড়লে সমাজের তথাকথিত নামিদামি ও প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে চলে আসবে৷ তাই রাজীব কুমারকে আড়াল করার জন্য প্রাণপাত করছে প্রশাসন৷

পাশাপাশি সোমেন মিত্রের আশঙ্কা, রাজীব কুমারের প্রাণহানির আশঙ্কা দেখছি আমরা৷ কারণ রাজীব কুমার তদন্তকারী সংস্থার সামনে মুখ খুললে অনেক প্রকৃত তথ্য সামনে চলে আসবে৷ তাই রাজীব কুমারের মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার আশঙ্কা থেকেই যায়৷ অক্ষত অবস্থায় প্রাক্তন এই নগরপালকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি৷

এই প্রসঙ্গে বাম বিধায়ক সুজন চক্রবর্তী জানিয়েছেন, আমি তো জ্যোতিষী না৷ ফলে তাঁর প্রাণহানির আশঙ্কা আছে কি না বলতে পারবো না৷ রাজীব কুমার একজন উচ্চপদস্থ আধিকারিক৷ তিনি মুখ্যমন্ত্রীর নয়নের মনি৷ তা সত্ত্বেও তিনি কোথায় আছেন? কেউ জানে না৷ তিনি কি কপূরের মত উড়ে গিয়েছেন৷ যার এত নিরাপত্তা, তাঁকে ঘিরে এই ব্যবস্থা, তবুও তিনি কীভাবে এরকমভাবে উড়ে যেতে পারেন? প্রশাসনের উপরে তো তাহলে সাধারণ মানুষ কীভাবে ভরসা করবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 10 =