কলকাতা: ফের বড়সড় ধাক্কা খেলেন কলকাতা পুলিশের প্রাক্তন সিপি রাজীব কুমার৷ আজ, মঙ্গলবার রাজীব কুমারের আগাম জামিন মামলা ফেরাল সিবিআইয়ের বিশেষ আদালত৷ ‘‘মামলার আবেদন করুন জেলা দায়রা আদালতে৷’’ জানিয়ে দিল সিবিআইয়ের আদালত৷ আদালতের সুপারিশ অনুযায়ী জেলা দায়রা আদালতে মামলা দায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷
রাজীব কুমারের আগাম জামিনের আবেদন জানিয়ে ইতিমধ্যেই বারাসাত আদালতে আবেদন জানিয়েছেন আইনজীবীরা৷ সূত্রের খবর রাজিবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ আর সেই মর্মে আদালতে শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা৷ আজ দুপুরে এই মামলার শুনানি হওয়ার কথা৷ আজ সিবিআইয়ের বিশেষ আদালতে মামলা খারিজ হয়ে যাওয়ার পর এবার বারাসাত আদালতের দিকে বারাসাত আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে গোটা বিষয়টি৷ সেখানে এই পুলিশ কর্তার ভবিষ্যৎ কার্যত ঝুলে রয়েছে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ বারাসত আদালতের পাশাপাশি কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের প্রস্তুতি শুরু হয়েছে৷
ইতিমধ্যেই রাজীব কুমারের হদিশ পেতে হন্যে হয়ে ঘুরছে সিবিআই৷ রাজীবের খোঁজে নবান্ন থেকে শুরু করে রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদেরও চিঠি পাঠিয়েছে সিবিআই৷ সেই চিঠির উত্তর দিয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি৷ সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গত ৯ তারিখ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন রাজীব কুমার৷ রাজ্যের প্রশাসনের তরফ এহেন জবাবের আরও তৎপরতা বাড়িয়েছে সিবিআই৷ এবার গোটা বিষয়টি আদালতের ওপর ঝুলে রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷