হাইকোর্টে বড়সড় রক্ষা পেলেন রাজীব কুমার, দেওয়া হল গুচ্ছ শর্ত

কলকাতা: অবশেষে রক্ষা পেলেন বাংলার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ পুলিশ কর্তা রাজীব কুমারের গ্রেপ্তারির উপর একমাসের রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ১২ জুন পর্যন্ত রাজীবকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ তবে, গ্রেপ্তার না করা হলেও তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে৷ সিবিআইয়ের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে৷ এমনকি, কলকাতার বাইরে

হাইকোর্টে বড়সড় রক্ষা পেলেন রাজীব কুমার, দেওয়া হল গুচ্ছ শর্ত

কলকাতা: অবশেষে রক্ষা পেলেন বাংলার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ পুলিশ কর্তা রাজীব কুমারের গ্রেপ্তারির উপর একমাসের রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ১২ জুন পর্যন্ত রাজীবকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ তবে, গ্রেপ্তার না করা হলেও তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে৷ সিবিআইয়ের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে৷ এমনকি, কলকাতার বাইরে পা রাখতে পারেন না তিনি৷ এর মধ্যে রাজ্য সরকারের কোনও কাজেও যেতে পারবে না তিনি৷

রবিবার সিবিআইয়ের তরফে রাজীব কুমারকে তলব করে নোটিশ পাঠানো হয়৷ তাঁর বাড়ি ও ভবানী ভবনে গিয়ে রাজীবকে খুঁজে আসেন সিবিআইয়ের কর্তারা৷ পরে দূত মারফত চিঠি দিয়ে রাজীব কুমার জানানস, তিনি এই মুহূর্তে ছুটিতে রয়েছেন৷ ছুটি কাটিয়ে জেরায় অংশ নেবেন৷ এর পরই আজ জরুরি ভিত্তিতে শুনানির জন্য কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের নোটিসকে চ্যালেঞ্জ জানান৷ রাজীবের আইনজীবীদের দাবি, সিবিআই নোটিসে বিচ্যুতি রয়েছে৷ এই নোটিস দেখিয়ে কাউকে ডাকা যায়না৷ ফলে, এই নোটিস অবিলম্বে খারিজ করা হোক৷ বিষয়টি খতিয়ে দেখ শুনানিতে অনুমতি দেন বিচারপতি প্রতীপপ্রতাপ বন্দ্যোপাধ্যায়৷ আজ, বিচারপতি প্রতীপপ্রতাপ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলা শুনানি শুরু হয়৷ সেখানেই কলকাতা হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া, আপাতত রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না৷ গরমের ছুটি পর ফের এই মামলা শোনা হবে৷ ততদিন পর্যন্ত রাজীব কুমারকে  তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে৷ আগামী ১২ জুনের পর এই মামলার পরবর্তী শুনানি৷

গত ১৭ মে রাজীবের ওপর থেকে রক্ষাকবচ তুলে নেয় দেশের শীর্ষ আদালত৷ তবে, নিম্ন আদালত থেকে  অন্তর্বর্তীকালীন জামিন নিতে পারেন বলেও জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট৷ রাজ্যের আদালত বন্ধ থাকার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে জামিনের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান রাজীব কুমার৷ সেখানে খারিজ হয়ে যায়৷ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে বারাসত আদালতে ছুটতে হয় তাঁকে৷ সেখানেও কর্মবিরতির জন্য মামলা দায়ের করা যায়নি৷ পরে, কর্মবিরতি প্রত্যাহার হতেই আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার৷ সেখানেই মেলে স্বস্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 17 =