চূড়ান্ত বিপাকে রাজীব কুমার, এবার কি গ্রেপ্তারি? বাড়ছে আশঙ্কা

কলকাতা: চিটফান্ড মামলায় ফের অস্বস্তিতে রাজীব কুমার৷ খারিজ আগামী সোমবার পর্যন্ত গ্রেপ্তারির রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি৷ তবে, শুক্রবার পর্যন্ত রাজিব কুমারের গ্রেপ্তারি রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে৷ কলকাতা হাইকোর্ট রাজীব মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মধুমতী মিত্র সাফ জানিয়ে দিয়েছেন, দীর্ঘদিন ধরেই মামলা চলছে৷ এই সবের একটা শেষ হওয়া প্রয়োজন৷ কলকাতা হাইকোর্টের বিচারপতির কড়া অবস্থান ঘিরে

চূড়ান্ত বিপাকে রাজীব কুমার, এবার কি গ্রেপ্তারি? বাড়ছে আশঙ্কা

কলকাতা: চিটফান্ড মামলায় ফের অস্বস্তিতে রাজীব কুমার৷ খারিজ আগামী সোমবার পর্যন্ত গ্রেপ্তারির রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি৷ তবে, শুক্রবার পর্যন্ত রাজিব কুমারের গ্রেপ্তারি রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে৷ কলকাতা হাইকোর্ট রাজীব মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মধুমতী মিত্র সাফ জানিয়ে দিয়েছেন, দীর্ঘদিন ধরেই মামলা চলছে৷ এই সবের একটা শেষ হওয়া প্রয়োজন৷

কলকাতা হাইকোর্টের বিচারপতির কড়া অবস্থান ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জল্পনা৷ আদালতের কড়া অবস্থানের পর পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছেন, এক দিনের রক্ষাকবচের মেয়াদ শেষে কী হবে রাজীব কুমারের? তাহলে কি গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে?

ইতিমধ্যেই সিবিআইয়ের তরফেও রাজীব কুমারকে ডেকে পাঠিয়েছে সিবিআই৷ তবে, সিআইডি আধিকারিক মারফত তিনি যেতে পারবেন না বলে সিবিআইকে জানিয়ে দিয়েছেন৷ চিঠি পাঠিয়ে বাড়তি সময় চেয়ে পাঠিয়েছেন রাজীব কুমার! কিন্তু সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সাফ জানিয়ে দিয়েছে, রাজীব কুমারকে অবশ্যই হাজিরা দিতে হবে৷

সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারকে বারবার ডেকে পাঠানো হলেও তিনি খুব বেশি তদন্তে সহযোগিতা করছেন না৷ বেশ কিছু প্রশ্ন এড়িয়ে গিয়েছেন৷ একদিকে আদালতে কড়া অবস্থান, অন্যদিকে সিবিআই তৎপরতায় চূড়ান্ত বিপাকে রাজীব কুমার৷

গত ১৬ আগস্ট রাজিবকে ডেকে পাঠায় সিবিআই৷ যাবেন বলেও জানালেও সিবিআইয়ের কড়া অবস্থানের পর তড়িঘড়ি সিবিআই দপ্তরে হাজিরা দেন তিনি৷ তাঁকে প্রায় তিন ঘণ্টা জেরা করা হয়৷ গত ৩ ফেব্রুয়ারি রাজিব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই৷ ওই ঘটনায় সিবিআই পুলিশ টানাপোড়েন গোটা দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে৷ মাঠে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বসেন ধর্নায়৷ এই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়৷ এবার রাজীব কুমারের রক্ষাকবচের উপর কলকাতা হাইকোর্টের কড়া অবস্থান ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =