কলকাতা: চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না একদা শহর কলকাতার নগরপালের৷ বছরটা শুরু হয়েছিল প্রবল বিতর্কের মধ্যে দিয়ে৷ বছরের মাঝামাঝিতে এসেও সেই বিতর্কের চক্রব্যূহে রাজীব কুমার৷ বুধবার নির্বাচন কমিশনের জারি করা নির্দেশ ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে৷
বিজ্ঞপ্তি জারি করে বুধবার রাতেই কমিশনের তরফে জানানো হয়, আজ সকাল ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রে রিপোর্ট করতে হবে রাজীবকে৷ বাংলা থেকে দিল্লিতে তলবও করা হয়৷ ফলে সকাল থেকে এদিন সাংবাদিকদের নজর ছিল নর্থ ব্লকের উপর৷
জানা গিয়েছে, কলকাতা থেকে সকাল ৯টা ২০ মিনিটের বিমানে দিল্লি রওনা দেন রাজীব৷ স্বাভাবিক ভাবে তিনি ১০ টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট করেননি৷ তার পর তাঁকে দুপুরে নয়াদিল্লিতে বঙ্গভবনে দেখা যায়৷ জানা গিয়েছে, দুপুর ১ টার পর বঙ্গভবন থেকে বেরিয়ে নর্থ ব্লকে যান রাজীব৷
বুধবারই সিআইডির অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদ থেকে তাঁকে সরানো হয়৷ অপসারিত হন রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য৷ আজ সকাল ১০টার মধ্যে বরাষ্ট্রমন্ত্রে রিপোর্ট করার কথা থাকলেও তিনি আজ দুপুরের যান সেখানে৷