গ্রেপ্তারি মামলায় বড়সড় ছাড়া পেলেন ‘গৃহবন্দি’ রাজীব কুমার!

কলকাতা: বড়সড় স্বস্তি পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়াল হাইকোর্ট। তাঁকে কলকাতার মধ্যেই থাকার যে শর্ত আদালত দিয়েছিল, তা শিথিল করা হয়েছে৷ ফলে, এখন থেকে কলকাতার বাইরে যেতে পারবেন রাজীব৷ তবে, সিবিআইয়ে জানিয়ে সপ্তাহে দু’দিন আইনি পরামর্শ নিয়ে কলকাতার বাইরে যেতে পারবেন তিনি৷ তদন্তে তাঁকে

গ্রেপ্তারি মামলায় বড়সড় ছাড়া পেলেন ‘গৃহবন্দি’ রাজীব কুমার!

কলকাতা: বড়সড় স্বস্তি পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও দু’সপ্তাহ বাড়াল হাইকোর্ট। তাঁকে কলকাতার মধ্যেই থাকার যে শর্ত আদালত দিয়েছিল, তা শিথিল করা হয়েছে৷ ফলে, এখন থেকে কলকাতার বাইরে যেতে পারবেন রাজীব৷ তবে, সিবিআইয়ে জানিয়ে সপ্তাহে দু’দিন আইনি পরামর্শ নিয়ে কলকাতার বাইরে যেতে পারবেন তিনি৷ তদন্তে তাঁকে সহযোগিতাও করতে হবে বলে জানিয়েছে আদালত৷

গত ২২ জুলাই পর্যন্ত রাজীবের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না বলে আগেই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ গত ২১ জুলাইয়ের পর দিন পর্যন্ত রক্ষাকবচের অন্তবর্তীকালীন সময়সীমা বাড়ান বিচারপতি আশা আরোরার৷ এবার সেই সময়সীমা শেষ হতেই আরও দু’সপ্তাহের জন্য  রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল উচ্চ আদালত৷

এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে মামলা দ্রুত শুনানির আর্জি জানানো হয় কলকাতা হাইকোর্টে৷ কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ সিবিআইয়ের সেই আর্জি খারিজ করেদেন৷ ওই আবেদন খারিজ হওয়ার পর আজ ছিল মামলার শুনানি৷

সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর বেশ চিটফান্ড তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান রাজীব কুমার হাইকোর্টের দ্বারস্থ হন৷ কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ একাধিক শর্তে রাজীব কুমারকে সাময়িক রক্ষাকবচ দেয়৷ রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয় আদালতের তরফে৷ তবে, সিবিআই যখন ডাকবে, তখনই তাঁকে হাজিরা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়৷

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজীবকে সিবিআই বারংবার নোটিস দিয়েছে৷ যা নিয়ে নিয়ে আদালতে গড়িয়ে মামলা৷ তবে, হাইকর্ট রাজীব কুমারকে রক্ষাকবচ দিলেও কার্যত কলকাতা পুলিশ এলাকার মধ্যে বন্দি করে রেখেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =