কলকাতা: তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি৷ চলছেও! এমনকী, তাঁর প্রাণহানির আশঙ্কা করেছিলেন রাজনৈতিক দলের নেতারা৷ সিবিআই হন্যে হয়ে ঘুরেও তাঁর নাগাল ছুঁতে পারেনি৷ বাধ্য হয়ে দিল্লি ফিরে যেতে হয়েছে সিবিআইয়ের বিশেষ দলকে৷ সিবিআইয়ের বাঘা গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে থাকার পর অবশেষে আত্মগোপন পর্ব মিটিয়ে প্রকাশ্যে এলেন রাজ্যের গোয়েন্দাপ্রধান রাজীব কুমার৷
আজ সকালে জামিন সংক্রান্ত বিষয়ে আলিপুর আদালতে পৌঁছে যান রাজীব কুমার৷ সাদা রঙের একটি বিলাসবহুল গাড়িতে করে আলিপুর আদালতে পা রাখেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী ও সহযোগীরা৷ বেশ খানিকক্ষণ আলিপুর আদালতে প্রয়োজনীয় কাজ মিটিয়ে ফের ফিরে যান রাজীব কুমার৷
West Bengal: Former Kolkata Police Commissioner Rajeev Kumar arrives at Alipore Court, after Calcutta High Court granted him anticipatory bail on a personal bond of Rs 50,000. pic.twitter.com/Qc2mkDr0vu
— ANI (@ANI) October 3, 2019
গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন রাজীব কুমার৷ ৫০ হাজার টাকার বন্ড ও দু’জন জামিনদার রেখে শর্তসাপেক্ষে রাজীব কুমারকে আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট৷ এরপরে আজ আলিপুর আদালতে পৌঁছে সেই জামিন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফের ফিরে যান তিনি৷ যদিও রাজিবের আদালতে উপস্থিতি ঘিরে সংবাদমাধ্যম তাঁকে ঘিরে ধরলেও একটি মন্তব্য করেননি রাজীব কুমার৷ গাড়ি থেকে নেমে সোজা আদালতে পৌঁছে নিজের কাজ শেষ করে ফের গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি৷