কলকাতা: রবিবার ভোটের আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশে বদলি হওয়া পুলিশের শীর্ষ আধিকারিকদের পুরনো পদে ফিরিয়ে আনল রাজ্য সরকার। রাজেশ কুমারের জায়গায় ফের কলকাতার পুলিশ কমিশনার হচ্ছেন অনুজ শর্মা। জ্ঞানবন্ত সিংকে বিধাননগরের পুলিশ কমিশনার পদে ফিরিয়ে আনা হল৷
সবথেকে তাৎপর্যপূর্ণ হল, ১৯ মে শেষ দফার লোকসভা নির্বাচনের চারদিন আগে সিআইডি-র এডিজি রাজীব কুমারকে কলকাতা থেকে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে বদলি করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তাঁকেও ফের পুরনো পদে ফিরিয়ে আনা হয়েছে।
বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীকে বদলি করে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে দেবেন্দ্র প্রকাশ সিংকে। তিনি মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে ছিলেন। নির্বাচন কমিশন ভোটের আগে বারাকপুরের পুলিশ কমিশনারের কোনও পরিবর্তন করেনি। এই বদলির সঙ্গে বারাকপুরের সাম্প্রতিক ভোটযুদ্ধের সম্পর্ক আছে বলে মনে করছে প্রশাসনিক মহল৷
বীরভূম ও কোচবিহারের পুলিশ সুপার পদেও পরিবর্তন করা হয়েছে। এই দু’টি জেলাতেও কমিশনের নির্দেশে পুলিশ সুপারের পরিবর্তন হয়েছিল। শ্যাম সিং ও অভিষেক গুপ্তা ফের যথাক্রমে বীরভূম ও কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্ব পাচ্ছেন৷