রাজীব জেরায় নতুন তথ্য! সারদা তদন্তে নয়া কৌশল সিবিআইয়ের

কলকাতা : রাজীব কুমারকে জেরা করে বেশ কয়েকটি নতুন তথ্যের সন্ধান সিবিআইয়ের৷ নিজাম প্যালেসে রাজীব জেরায় বেশ কিছু রহস্যের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ এবার সেই সূত্র ধরে সারদাকর্তা সুদীপ্ত সেন ও তাঁর ঘনিষ্ঠ দেবযানী মুখোপাধ্যায়কে ফের জেরা করতে চলেছে সিবিআই৷ প্রেসিডেন্সি জেলে গিয়েই সারদাকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ এই জেরার জন্য ইতিমধ্যেই

রাজীব জেরায় নতুন তথ্য! সারদা তদন্তে নয়া কৌশল সিবিআইয়ের

কলকাতা : রাজীব কুমারকে জেরা করে বেশ কয়েকটি নতুন তথ্যের সন্ধান সিবিআইয়ের৷ নিজাম প্যালেসে রাজীব জেরায় বেশ কিছু রহস্যের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ এবার সেই সূত্র ধরে সারদাকর্তা সুদীপ্ত সেন ও তাঁর ঘনিষ্ঠ দেবযানী মুখোপাধ্যায়কে ফের জেরা করতে চলেছে সিবিআই৷ প্রেসিডেন্সি জেলে গিয়েই সারদাকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷

এই জেরার জন্য ইতিমধ্যেই বারাসতে বিশেষ আদালতে আবেদনও করা হয়েছে বলে খবর৷ সেই আবেদন গৃহীত হয়েছে বলে খবর৷ ১ জুলাই ওই মামলার শুনানি৷ সেই দিনই জানা যাবে সারদা কাণ্ডের মূল দুই অভিযুক্তকে জেরা করার অনুমতি সিবিআই পেল কি না৷

দিনকয়েক আগেই কলকাতা সফরে আসেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর নাগেশ্বর রাও৷ সারদা-নারদ তদন্তের অগ্রগতি নিয়ে দীর্ঘ বৈঠক করেন৷ এরপরই রাজ্য সরকারের তৈরি করা সিটের বেশ কয়েকজনকে জেরা করে সিবিআই৷ তৎকালীন গোয়েন্দা প্রধান অর্নব ঘোষ থেকে শুরু করে আইও দিলীপ হাজরাকে কয়েক দফা জেরা করা হয়৷ জেরা করতে না করতেই ৮ ট্রাঙ্ক ভর্তি নথিপত্র সিজিও কমপ্লেক্সে জমা পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − one =