ভোটের মুখে ফের অস্বস্তিতে রাজীব, নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সিবিআইয়ের তরফে গ্রেফতারি আর্জি জানানোর পর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট৷ সিবিআই তাঁকে তদন্তে অসহযোগিতা ও সারদা তদন্তে তথ্য লোপাটের অভিযোগে তাদের হেফাজতে নিতে চেয়েছে। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইয়ের এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব তলব করেছে৷ আগামী ১৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানি৷ ভোটের বাজারে ফের পুলিশ বনাম সিবিআই

ভোটের মুখে ফের অস্বস্তিতে রাজীব, নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সিবিআইয়ের তরফে গ্রেফতারি আর্জি জানানোর পর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট৷ সিবিআই তাঁকে তদন্তে অসহযোগিতা ও সারদা তদন্তে তথ্য লোপাটের অভিযোগে তাদের হেফাজতে নিতে চেয়েছে। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইয়ের এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব তলব করেছে৷ আগামী ১৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানি৷

ভোটের বাজারে ফের পুলিশ বনাম সিবিআই দ্বন্দ্বের ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল৷ রাজীব কুমারের উপর জারি থাকা ‘সুরক্ষা’ প্রত্যাহারের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় সিবিআই৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, চিটফান্ড কাণ্ডে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার জন্য শীর্ষ আদালতে আবেদন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ কিন্তু, সুপ্রিম কোর্টের তরফে রাজীবকে গ্রেপ্তারির বদলে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়৷ আদালতের নির্দেশ মেনে সিবিআই তদন্তে সহযোগিতা করেন তিনি৷ এই নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টানাপোরেন৷ শনিবার রাজীব কুমারের উপর থেকে গ্রেপ্তারির সুরক্ষা প্রত্যাহারের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ সিবিআই৷

গত ৩ ফেব্রুয়ারি সারদা তদন্তে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাসভবনে পৌঁছয় সিবিআই আধিকারিকদের একটি দল। তারপরই কলকাতা পুলিশ বনাম সিবিআই দ্বন্দ্বে তোলপাড় হয় দেশের রাজনীতি৷ জল গড়ায় সুপ্রিম কোর্টে৷ আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই৷ শীর্ষ আদালত তখন রাজীব কুমারকে তদন্তে সহযোগিতার জন্য নির্দেশ দেয়৷  শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তত্কালীন পুলিশ কমিশনারকে৷ সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলেও তখন নির্দেশ দেয়৷ শিলংয়ে টানা ৮ দিন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ জিজ্ঞাসাবাদের পর মুখবন্ধ খামে সেই রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেয় সিবিআই৷ সিবিআই সূত্রে খবর, সেই রিপোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *