ফের সিবিআই নজরে রাজীব! আটঘাট বেঁধে তৈরি চার্যশিট

কলকাতা: সারদার মামলায় ফের চূড়ান্ত অস্বস্তিতে রাজীব কুমার৷ সূত্রের খবর, সারদা মামলায় খুব দ্রুত চার্যশিট জমা দেওয়ার প্রস্তুুতি শুরু করেছে সিবিআই৷ সেই প্রক্রিয়া ইতিমধ্যেই দিল্লিতে শুরু করে ফেলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা! সূত্রের খবর, সিবিআইয়ের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের দল এই চার্য গঠনের দায়িত্বে দেওয়া হয়েছে৷ সঙ্গে পরামর্শ দাতা হিসেবে আছেন সুপ্রীম কোর্টের নামি আইনজীবী৷

ফের সিবিআই নজরে রাজীব! আটঘাট বেঁধে তৈরি চার্যশিট

কলকাতা: সারদার মামলায় ফের চূড়ান্ত অস্বস্তিতে রাজীব কুমার৷ সূত্রের খবর, সারদা মামলায় খুব দ্রুত চার্যশিট জমা দেওয়ার প্রস্তুুতি শুরু করেছে সিবিআই৷ সেই প্রক্রিয়া ইতিমধ্যেই দিল্লিতে শুরু করে ফেলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা!

সূত্রের খবর, সিবিআইয়ের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের দল এই চার্য গঠনের দায়িত্বে দেওয়া হয়েছে৷ সঙ্গে পরামর্শ দাতা হিসেবে আছেন সুপ্রীম কোর্টের নামি আইনজীবী৷ রাজীব কুমারের নামে একবার আটঘাট বেঁধে মাঠে নামতে মরিয়া সিবিআই৷ নিঁখুত চার্যশিট আদালতে জমা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা৷ তাই একেবারে অঙ্ক কষে  তা তৈরি করছেন সারদার দায়িত্বে থাকা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা৷

প্রায় ৭০ পাতার মতো চার্যশিট তৈরি করা হচ্ছে বলে এখনও পর্যন্ত খবর৷ চার্যশিট গঠনের মধ্য দিয়ে পুলিশ কর্তার   পদের অপব্যাহারকে সব থেকে বেশি গুরুত্ব বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর৷ প্রভাব কাটিয়ে কীভাবে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে তারও উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর৷ এমনকী রাজীব কুমারের নেতৃত্বে সিবিআইয়ের উপর কলকাতা পুলিশের হামলার ঘটনারও তুলে ধরা হতে পারে৷ চার্যশিট পুরোপুরি তৈরি হওয়ার পরেই তা প্রথমে যাবে সিবিআইয়ের ডিরেক্টারের কাছে৷ সেখান থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই তা আদালতে চলে যাবে৷ তবে সিবিআইয়ের দিল্লির মাথারা চলতি মাসেই চার্যশিট জমা করতে চান আদালতের কাছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *