Aajbikel

সচীন পায়লটের সঙ্গে দূরত্ব বজায় রাখছে রাজস্থান কংহগ্রেস, কিন্তু কেন?

 | 
Sachin Pilot
জয়পুর:  দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আজমের থেকে জয়পুর পর্যন্ত যাত্রা করছেন রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচীন পায়লট। পাঁচ দিনের এই যাত্রায় সচীন ও তাঁর সমর্থক ছাড়া রাজস্থান কংগ্রেস বিশিষ্টদের দেখা গেল না। বোঝাই যাচ্ছে সচীন পায়লটের সঙ্গে দূরত্ব বজায় রাখছে রাজস্থান কংগ্রেস। তারা জানাচ্ছে, এই যাত্রা সচীন পায়লটের ব্যক্তিগত উদ্যোগ। সেখানে রাজস্থান কংগ্রেসের কোনও উত্সাহ নেই। কংগ্রেসের রাজ্যে দুর্নীতির বিরোধিতায় সচীন পায়লটের জন সংঘর্ষ যাত্রা, ১২৫ কিমির এই যাত্রার সূত্রপাত হয় বৃহস্পতিবারে। রাজস্থান কংগ্রেস জানাচ্ছে, কংগ্রেসের যাত্রা মানেই সেখানে সোনিয়া ও রাহুল গান্ধীর পোস্টার থাকবে। তাঁদের নীতিকে সামনে রেখে যাত্রা হবে। কিন্তু সচীনের যাত্রায় সেই বিষয় চোখে পড়ছে না বলেই জানা যাচ্ছে। 
সচীনের দাবি, বসুন্ধরা রাজের আমলে রাজস্থানে যে দুর্নীতি হয়েছে সেই নিয়ে কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না। এই যাত্রা সেই দুর্নীতির বিরুদ্ধে। প্রত্যক্ষ ভাবেই মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে এই যাত্রা সচীনের। ২০১৮ সাল থেকে বিভিন্ন ইস্যুতেই সচীনের সঙ্গে কাজিয়ায় অশোক গেহলট। মাঝে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতোই সচীন পায়লটের কংগ্রেস ছাড়ার খবর সামনে এসেছিল। সেইসময় কোনওরকমে তাঁকে আটকাতে সফল হন সোনিয়া-রাহুল। তবে, যেভাবে রাজস্থানের বিধানসভা নির্বাচনের আগে সচীন বিরুদ্ধতার চাবুক সামনে আনছেন, তাতে লড়াইয়ের ময়দান আরও জোরদার হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Around The Web

Trending News

You May like