সপ্তাহের শুরুতেই শিয়ালদহ মেইন শাখায় রেল অবরোধ, চূড়ান্ত দুর্ভোগ

কলকাতা: কাঁকিনাড়ারা এলাকায় ৫০টি বোমা উদ্ধারের প্রতিবাদ গড়াল রেল লাইনের উপর৷ এলাকায় অশান্তির অভিযোগ তুলে অফিস টাইমে রেল অবরোধ কাঁকিনাড়ারায়৷ অবরোধের জেরে সপ্তাহের প্রথম দিনেই দুর্ভোগে শিয়ালদহ মেইন লাইনের যাত্রীরা৷ সকাল ৯ থেকে কাঁকিনাড়ার ২৯ নম্বর রেল গেটে অবরোধ শুরু করেন বাসিন্দারা৷ সকাল সাড়ে ১০টা বেজে গেলেও এখনও জারি অবরোধ৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ

সপ্তাহের শুরুতেই শিয়ালদহ মেইন শাখায় রেল অবরোধ, চূড়ান্ত দুর্ভোগ

কলকাতা: কাঁকিনাড়ারা এলাকায় ৫০টি বোমা উদ্ধারের প্রতিবাদ গড়াল রেল লাইনের উপর৷ এলাকায় অশান্তির অভিযোগ তুলে অফিস টাইমে রেল অবরোধ কাঁকিনাড়ারায়৷ অবরোধের জেরে সপ্তাহের প্রথম দিনেই দুর্ভোগে শিয়ালদহ মেইন লাইনের যাত্রীরা৷

সকাল ৯ থেকে কাঁকিনাড়ার ২৯ নম্বর রেল গেটে অবরোধ শুরু করেন বাসিন্দারা৷ সকাল সাড়ে ১০টা বেজে গেলেও এখনও জারি অবরোধ৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ স্থানীয়দের অবরোধের জেরে বারাকপুর থেকে নৈহাটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ৷ আপে শিয়ালদহ থেকে বারাকপুর পর্যন্ত ও ডাউনে নৈহাটি পর্যন্ত ট্রেন চলছে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =