কলকাতা: যাদবপুর থেকে তিলজলা৷ দুই এলাকায় আক্রান্ত বিজেপি প্রার্থী৷ তিলজলায় রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি৷ যাদবপুরে অনুপম হাজরার ঘিরে বিক্ষো, গাড়ি ভাঙচুর৷ কাঠগড়ায় শাসক তৃণমূল৷
জানা গিয়েছে, এদিন সকালে ঙোট লুটের খবর পেয়ে যাদবপুরের ১০৯ নম্বর ওয়ার্ডের হেলেন কেলার স্কুলে যান বিজেপি প্রার্থী অনুপম৷ এলাকায় অনুপমকে দেখে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূলের মহিলা সদস্যরা৷ অভিযোগ, যখন অনুপমকে লক্ষ্য করে বিক্ষোভ চলছে, ঠিক তখনই তাঁর একটি গাড়িতে বেপরোয়া ভাবে ভাঙচুর করা হয়৷ গোটা ঘটনার দায় তৃণমূলের উপর চাপিয়েছেন বিজেপিপ্রার্থী৷
অন্যদিকে, তিলজলায় বি আর আম্বেদকর স্কুলের ২৪৪-২৫২ নম্বর বুথে আক্রান্ত রাহুল সিনহা৷ তাঁকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি। ইটের ঘায়ে আহত হয়েছেন দুই বিজেপি কর্মী৷ এদিন ওই বুথে ছাপ্পার অভিযোগ পেয়ে পৌঁছান রাহুল সিনহা৷ বুথ থেকে বেরোনোর সময় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। ২ বিজেপি কর্মী আহত। আহত এক চিত্রসংবাদিক৷