‘দেশকে সুরক্ষিত রাখতে পারবে না রাহুল’

গাজিপুর ও উন্নাও: বিরোধী নেতা-নেত্রীরা দেশের সুরক্ষা, নিরাপত্তা নিয়ে ভাবেন না। আর সেকারণেই পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার বিমানহানার পর ‘মুখ গোমড়া’ হয়ে গিয়েছিল মায়াবতী, অখিলেশ, রাহুল গান্ধীদের। বৃহস্পতিবার বিরোধীদের এভাবেই নিশানা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। একইসঙ্গে, বিরোধী নেতাদের ‘ভেজাল’ বলেও দাবি করেছেন তিনি। গাজিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ মনোজ সিনহার সমর্থনে এদিন

‘দেশকে সুরক্ষিত রাখতে পারবে না রাহুল’

গাজিপুর ও উন্নাও: বিরোধী নেতা-নেত্রীরা দেশের সুরক্ষা, নিরাপত্তা নিয়ে ভাবেন না। আর সেকারণেই পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার বিমানহানার পর ‘মুখ গোমড়া’ হয়ে গিয়েছিল মায়াবতী, অখিলেশ, রাহুল গান্ধীদের। বৃহস্পতিবার বিরোধীদের এভাবেই নিশানা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। একইসঙ্গে, বিরোধী নেতাদের ‘ভেজাল’ বলেও দাবি করেছেন তিনি।

গাজিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ মনোজ সিনহার সমর্থনে এদিন জনসভা করেন অমিত শাহ। সেখানে জাতীয় নিরাপত্তা নিয়ে বিরোধীদের টার্গেট করেন তিনি। ওঁরা দেশকে সুরক্ষিত রাখতে পারবেন না দাবি করে অমিত শাহ বলেন, ‘এই ভেজাল মানুষগুলো দেশ নিয়ে কথা বলে। আসলে অখিলেশ, মায়াবতী এবং রাহুল দেশের নিরাপত্তা দিতে পারবেন না।’

বিজেপি ওদের মতো সন্ত্রাসবাদীদের সঙ্গে ‘ইলু ইলু’ করে না বলেও জানিয়েছেন তিনি। এরপরেই বালাকোটের প্রসঙ্গ টেনে বিজেপি সভাপতি বলেন, ‘বালাকোটে বিমানহানায় পাকিস্তানি জঙ্গিদের মৃত্যু হয়েছিল। অথচ, বুয়া-ভাতিজা (মায়া-অখিলেশ) ও রাহুল বাবার অফিসে শোকের ছায়া নেমে এসেছিল।’ প্রসঙ্গত, আই লাভ ইউ’র সংক্ষেপ হল ‘ইলু ইলু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =