আমেথি ছাড়ও অন্য কোন কেন্দ্রে লড়বেন রাহুল?

নয়াদিল্লি: কেরল থেকে প্রার্থী হতে হবে। তামিলনাড়ু থেকে প্রার্থী হতে হবে। কর্ণাটকের একটি আসন থেকে মনোনয়ন জমা দিতে হবে। এতদিন যা ঘটেছে নরেন্দ্র মোদির ক্ষেত্রে, এবার দেখা যাচ্ছে সেই একই প্রবণতা রাহুল গান্ধীকে ঘিরে আবর্তিত হচ্ছে। কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরল তিনটি প্রদেশ কংগ্রেস থেকেই দিল্লিতে এআইসিসি দপ্তরে চিঠি লিখে দাবি করা হয়েছে রাহুল গান্ধী যেন

32687d6fe0dacceb6c757dcc606474b2

আমেথি ছাড়ও অন্য কোন কেন্দ্রে লড়বেন রাহুল?

নয়াদিল্লি: কেরল থেকে প্রার্থী হতে হবে। তামিলনাড়ু থেকে প্রার্থী হতে হবে। কর্ণাটকের একটি আসন থেকে মনোনয়ন জমা দিতে হবে। এতদিন যা ঘটেছে নরেন্দ্র মোদির ক্ষেত্রে, এবার দেখা যাচ্ছে সেই একই প্রবণতা রাহুল গান্ধীকে ঘিরে আবর্তিত হচ্ছে।

কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরল তিনটি প্রদেশ কংগ্রেস থেকেই দিল্লিতে এআইসিসি দপ্তরে চিঠি লিখে দাবি করা হয়েছে রাহুল গান্ধী যেন আমেথির পাশাপাশি এবার তাঁদের রাজ্যের একটি কেন্দ্র থেকেও প্রার্থী হন। আজ কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়ালা জানিয়েছেন, প্রদেশ কংগ্রেসগুলি থেকে বিশেষ করে কেরল রাজ্য কংগ্রেস বিশেষভাবে আবেদন করেছে। রাহুল গান্ধী বরাবর আমেথি কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন। এবারও হবেন। কিন্তু তার পাশাপাশি কেরলের ওই দাবি তিনি অবশ্যই বিবেচনা করবেন যথাসময়ে। এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে তাহলে কি রাহুল গান্ধী এবার আমেথির পাশাপাশি দক্ষিণ ভারতের কোনও আসন থেকেও প্রার্থী হবেন?শুরু হয়েছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *