আজ বিকেল: কংগ্রেস সভাপতির নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধীর মাথা লক্ষ্য করে সবুজ আলোর চক্কর দেখেই নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে ওঠে। কর্মী সমর্থক ও কংগ্রেস নেতৃত্বদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অমেঠিতে।
বুধবার অমেঠিতে মনোনয়ন জমা দেন রাহুল গান্ধী, এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করেন। সাংবাদিক সম্মেলন চলাকালীন আচমকাই রাহুলের মাথা লক্ষ্য করে পড়ছে গোলাকার সবুজ আলো। সেই আলো দেখেই কংগ্রেস নেতৃত্বের অভিমত, রাহুল গান্ধীকে লক্ষ্য করে স্নাইফার রাইফেল তাক করা হয়েছিল, এটা সেই রাইফেলের লেজার আলো। সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ জানিে চিঠি দেয় কংগ্রেস।
অভিযোগ পেয়ে কংগ্রেস সভাপতির নিরাপত্তা সুনিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে চিঠি নাকি মন্ত্রকের দপ্তরে পৌঁছায়নি। ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীর মাথা তাক করে থাকা লেসার আসলে মোবাইলের আলো। কোনও এআইসিসি সদস্যের মোবাইলই ওই আলোর উৎসস্থল।কোনওভাবেই স্নাইফার রাইফেলের লেজার নয়। এমনটাই সুস্পষ্ট করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।