রাফাল তদন্তে জেলে যাবেন প্রধানমন্ত্রী: রাহুল

আজ বিকেল: রাফাল তদন্ত হলে জেলে যাবেন চৌকিদার। আরএসএস-এর আঁতুড় ঘরে দাঁড়িয়ে এভাবেই নমোকে আক্রমণ করেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসছে। আর তার পরেই রাফাল যুদ্ধবিমান কেলেঙ্কারি নিয়ে তদন্ত হবে, আর এই তদন্তেই ধরা পড়ে জেলে যাবেন নরেন্দ্র মোদি। নাগপুরে প্রার্থী নানা পটেলের সমর্থনে এদিন জনসভা করেন কংগ্রেস সভাপতি। সেখান থেকেই

রাফাল তদন্তে জেলে যাবেন প্রধানমন্ত্রী: রাহুল

আজ বিকেল: রাফাল তদন্ত হলে জেলে যাবেন চৌকিদার। আরএসএস-এর আঁতুড় ঘরে দাঁড়িয়ে এভাবেই নমোকে আক্রমণ করেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসছে। আর তার পরেই রাফাল যুদ্ধবিমান কেলেঙ্কারি নিয়ে তদন্ত হবে, আর এই তদন্তেই ধরা পড়ে জেলে যাবেন নরেন্দ্র মোদি।

নাগপুরে প্রার্থী নানা পটেলের সমর্থনে এদিন জনসভা করেন কংগ্রেস সভাপতি। সেখান থেকেই মোদিকে কটাক্ষ করে বলেন, কখনও শুনেছেন শ্রমিকের বাড়ির দরজায় চৌকিদার দাঁড়িয়ে থাকে? অনিল অম্বানির বাড়ির দরজার চৌকিদার হবেন প্রধানমন্ত্রী। ৫৩৬ কোটি টাকার রাফাল প্রযেক্টে তিনি ১৬০০ কোটি টাকা দিয়েছেন। অম্বানির পকেটে বেশি টাকা ঢুকিয়ে দেওয়াই তাঁর উদ্দেশ্য ছিল। প্রয়াত মনোহর পর্রিকর নিজের মুখেই বলেছিলেন রাফাল নিয়ে তিনি কিছুই জানেন না। তাহলে সবটাই প্রধানমন্ত্রীর নিজস্ব পরিকল্পনা। ঠিক কোন স্বার্থে অম্বানির পকেট ভরলেন তিনি, জানতেন চায় গোটা দেশ।

একের পর এক মিথ্যে বলে গিয়েছেন মোদি। গত পাঁচ বছরের মিথ্যে বলতে বলতে আর বাকি পড়ে নেই কিছুই। নোট বাতিলের জেরে কালো টাকা, জাল নোট কোনও কিছুই ফেরেনি। বছরে দুকোটি চাকরিও হয়নি আর কারও অ্যাকাউন্টেই ঢোকেনি ১৫ লক্ষ টাকা। উল্লেখ্য, ভোটের প্রচারের প্রথম দিন থেকেই রাফাল কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীকে বিঁধতে শুরু করেছেন কংগ্রেস সভাপতি। এদিকে কপ্টার কেলেঙ্কারি নিয়ে এক মিডলম্যান কংগ্রেসের নেতার নাম করায় বেশ বিপাকে গান্ধী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *