সুরাত: মোদি পদবী নিয়ে মন্তব্য করায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নামে বৃহস্পতিবার সমন জারি করল গুজরাতের আদালত। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আগামী ৭ জুন বা তার আগে রাহুলকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন সুরাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বি এইচ কাপাডিয়া।
গত ১৩ এপ্রিল কর্নাটকের কোলারে এক জনসভায় রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘কীকরে সব চোরেদের পদবীই মোদি হয়।’ এক্ষেত্রে নীরব মোদি, ললিত মোদি এবং নরেন্দ্র মোদির কথা তুলে ধরেছিলেন রাহুল। আর রাহুলের সেই মন্তব্যের জেরেই বিজেপি নেতা পূর্ণেশ মোদি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
পূর্ণেশ বলেন, ‘মোদি পদবীর বহু মানুষ রয়েছেন। এর অর্থ কী মোদি সম্প্রদায়ের সব মানুষই চোর? তিনি (রাহুল গান্ধী) মোদি সম্প্রদায়ের সব মানুষ এবং আমাকে অসম্মান করেছেন। সেকারণেই আমরা রাহুলের বিরুদ্ধে সুরাতের আদালতে মামলা দায়ের করেছি।’ প্রসঙ্গত, বিজেপি সভাপতি অমিত শাহকে ‘খুনে অভিযুক্ত’ বলে মন্তব্য করায় আমেদাবাদের এক আদালত বুধবারই রাহুলের বিরুদ্ধে সমন জারি করেছিল। তার একদিন পর ফের এদিন সুরাতের আদালত কংগ্রেস সভাপতির বিরুদ্ধে সমন জারি করল।